/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/JPEG-12.jpg)
ভাইরাল ছবি: সেনার উর্দিতে হাতে তুলে নিলেন ব্য়াট, শিশুদের মুখে হাসি ফোটালেন ধোনি (ছবি-চেন্নাই সুপার কিংসের টুইটার)
শনিবার লেহতে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় মাতলেন এমএস ধোনি। বাইশ গজের বদলে বাস্কেটবল কোর্টেই ব্য়াট হাতে তুলে নিলেন টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। আর সেই ছবি টুইট করেছে ধোনির আইপিএল ফ্র্য়াঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। লাদাখে একটি ক্রিকেট অ্য়াকাডেমি করারও পরিকল্পনা রয়েছে মাহির।
Different field. Different gamepLeh. #Thala@msdhoni#WhistlePodu ???????? pic.twitter.com/K7lEBBYvyF
— Chennai Super Kings (@ChennaiIPL) August 17, 2019
আরও পড়ুন: ভাইরাল: সেনার উর্দিতে বুট পালিশ করছেন ধোনি
গত ৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত ধোনি স্বেচ্ছায় সেনার কর্তব্য় পালন করেছিলেন। ১০৬ টিএ ব্য়াটেলিয়নের (প্য়ারা) হয়ে ১৫ অগাস্ট পর্যন্ত কাশ্মীর উপত্য়কায় পোস্টিং ছিলেন তিনি। সেনার সদর দফতর অনুমোদনেই তাঁকে পেট্রোলিং, গার্ড এবং পোস্ট ডিউটি দেওয়া হয়েছিল। আপাতত সেনার দায়িত্ব শেষ তাঁর। সম্ভবত ভারতের মাটিতে ফের একবার টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।
Indian cricketer #MSDhoni is in #Ladakh to celebrate #IndependenceDay
He visited Army General Hospital and interacted with the patients. #Dhoni is in honorary rank of lieutenant colonel in Territorial #Army. #IndependenceDayIndia#IndiaIndependenceDay#IndependenceDaypic.twitter.com/wLfCf1tLwT
— Doordarshan National (@DDNational) August 14, 2019
৭৩ তম স্বাধীনতা দিবসের দিন ধোনি লাদাখের আর্মি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সিয়াচেনে শহিদ জওয়ানদের উদ্দেশ্যেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। লাদাখে উড়িয়ে দেন তেরঙা। ধোনির লাদাখ পরিদর্শনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গিয়েছিল।