MS Dhoni Refuses to Quit Wicketkeeping, Opens Up on Retirement Plans: তিনি উইকেটকিপিং ছাড়তে নারাজ। কিন্তু, ছাড়তে গেলেই নাকি নিজেকে অকেজো বলে মনে হয়। তাই ছাড়তে পারেন না। এমনটাই জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ধোনির ধারণা, তিনি উইকেটের পিছনে দাঁড়ালেই ম্যাচের পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে ভালো বুঝতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু আগেই অবসর নেওয়া ধোনি আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলের হয়ে খেলছেন। এবার আইপিএল নিলামের আগে আনক্যাপড প্লেয়ারের কোটায় ধোনিকে নিয়েছিল সিএসকে। বছর ৪৩-এর এই ক্রিকেটার গত বছর থেকেই সিএসকের অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু, তারপরও দলের সমর্থকদের কাছে তিনি আজও 'থালা' বা নেতা।
আইপিএলের গোড়া থেকেই ধোনি চেন্নাই টিমে। মধ্যে দু'বছর সিএসকে নির্বাসিত ছিল। সেই দু'বছর শুধু অন্য দলে খেলেছেন। মোট পাঁচবার সিএসকে-কে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। যে রেকর্ড একমাত্র রোহিত শর্মারই আছে। কারণ, রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তবে, বয়স হয়ে গেলে হবে কী? এই ভরা ৪৩-এও তাঁর রিফ্লেক্স হার মানায় অনেক বাঘা বাঘা খেলোয়াড়কে। সূর্যকুমার যাদবকে যেভাবে তিনি স্ট্যাম্পড করেছেন, যাঁরাই দেখছেন বিশ্বাসই করতে পারছেন না, এত বয়সি একজন ক্রিকেটারেরও এমন রিফ্লেক্স সম্ভব!
কিন্তু, তিনি কবে অবসর নেবেন? এই প্রশ্ন বহুদিন থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে। কারণ, কেউ চিরকাল খেলেন না। এই ব্যাপারে ধোনি বলেন, 'আমার ফ্র্যাঞ্চাইজি আমাকে বলেই দিয়েছে, যতদিন খেলতে চাইবে, এই দলের হয়েই খেল। ওঁরা নিজেরাই আমাকে বলে, তোমাকে অন্য কিছু ভাবতে হবে না। তুমি স্রেফ খেলে যাও। আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। তাই একটা করে নতুন বছরে খেলে যাচ্ছি।'
আরও পড়ুন- এক সপ্তাহ পরে ইডেনে কেকেআরের ম্যাচ, অধিনায়কের আবেদন মেনে বদলাচ্ছে পিচ? কী বললেন কিউরেটর?
দল যদি তাঁর পাশেই থাকে, তাহলে তাঁর থেকে অধিনায়কত্ব নিয়ে নিল কেন? সেই প্রশ্নের উত্তরও ধোনি দিয়েছেন। তিনি বলেন, 'গত মরশুমেই আমি ওঁকে বলে রেখেছিলাম যে, তোমাকেই নেতৃত্ব দিতে হবে। মানসিকভাবে তুমি সেই প্রস্তুতি নিয়ে নাও। আমি তোমাকে পরামর্শ দেব। কিন্তু, তার মানে তোমাকে সেটা মানতেই হবে, এমনটাও না। অনেকে ভাবেন যে আমিই সব সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু, বাস্তবটা হল, ৯৯ শতাংশ সিদ্ধান্ত রুতুরাজই নেয়। বোলিং থেকে ফিল্ডিং সাজানো, সব ও-ই করে। আমি শুধু ওঁকে সাহায্য করি মাত্র।' ধোনি জানিয়েছেন, তাঁর কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে নেওয়া হয়নি। তিনিই ছাড়তে চেয়েছিলেন। তাই তাঁকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।