New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/27/YjU4z9EOA7E23klFINEy.jpg)
KKR-Shah Rukh Khan: কেকেআরের ম্যাচ দেখতে দর্শকাসনে শাহরুখ। (ছবি- আইপিএল)
KKR’s Eden Gardens match is in a week. Will the pitch change as per the captain’s request? Find out what the curator said: এক সপ্তাহ পরে ইডেনে কেকেআরের ম্যাচ। অধিনায়কের অনুরোধে পিচ বদলানো হবে কি? সাংবাদিকদের প্রশ্নে, সত্যিটা ফাঁস করে দিলেন কিউরেটর।
KKR-Shah Rukh Khan: কেকেআরের ম্যাচ দেখতে দর্শকাসনে শাহরুখ। (ছবি- আইপিএল)
Eden Gardens Pitch Change Before KKR’s Next Match? Curator Responds: বাকি আর মাত্র এক সপ্তাহ। তারপরেই কলকাতার ইডেন গার্ডেনসে ফের কেকেআরের ম্যাচ। অভিযোগ, ইতিমধ্যেই নাকি দাবি উঠেছে যে কেকেআরের মত তাদের হোম গ্রাউন্ডের পিচ বানিয়ে দিতে হবে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে বেঙ্গালুরুর কাছে হারের দিনই সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন যে তাঁদের দরকার ছিল স্পিন সহায়ক পিচ। কিন্তু, সেটা পাননি বলে এই হার মানতে হয়েছে। তবে ইডেনের পিচ প্রস্তুতকারক (কিউরেটর) সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, কেকেআর তাদের কাছে কোনও আবেদনই জানায়নি। তাই নাইট রাইডার্সের মনোমত পিচ বানানোর প্রশ্নই আসে না।
এমনিতেও ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী আইপিএলে খেলা কোন দলই পিচ কেমন হবে সেটা ঠিক করে দিতে পারে না। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও একই কথা বলেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, 'পিচ নিয়ে বিতর্ক কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না! কেকেআর আমাকে কিছু বলেনি। কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে আমার ছেলের মত। ওঁর সঙ্গে কথা হচ্ছিল। ও বলছিল পিচ থেকে স্পিনাররা যদি একটু সাহায্য পেত, তাহলে ভালো হত। কিন্তু, সেটা তো স্রেফ কথার কথা!'
ইডেনে কেকেআর গত ম্যাচ খেলেছে ২২ মার্চ। সেই ম্যাচে বেঙ্গালুরুর কাছে গতবারের চ্যাম্পিয়নরা হেরে গেছে। শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর ১৭৪ রান করেছিল। যে পিচ স্পিন সহায়ক নয় বলে অভিযোগ উঠছে, আরসিবির স্পিনার কুনাল পান্ডিয়া কিন্তু সেই পিচেই তিন উইকেট নিয়েছেন। আর কেকেআরের হয়ে খেলে যাওয়া স্পিনার সুযশ শর্মা ওই পিচেই নিয়েছেন এক উইকেট। যার ফলে, ১৭৪ রানে আটকে যায় কলকাতা। তবে, আরসিবির স্পিনাররা ভালো করলেও কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা কিন্ত, শনিবারের ম্যাচে দাগ কাটতে পারেননি। অনেকে যা দেখে প্রশ্ন তুলেছেন, নাচতে না জানলে কি উঠোনকে বেঁকা বলা উচিত?
আরও পড়ুন- আইপিএলে হিন্দি ধারাভাষ্যের মান নিয়ে বিতর্ক, ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চরমে
কেকেআর গতকাল (২৬ মার্চ) গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলেছে। বৃহস্পতিবার খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারপর মঙ্গলবার কলকাতায় ফিরে ৩ এপ্রিল, বৃহস্পতিবার ইডেনে কেকেআরের ম্যাচ। খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ইডেনের পিচ কিউরেটর এই প্রসঙ্গে বলেছেন, 'এখনও কিছু বলেনি। কলকাতায় ফিরে বললে, তখন আর পিচ বদলানোর মত সময় হাতে থাকবে না।'