Advertisment

ধোনির অবসর ইঙ্গিত সিএসকে কর্তার, আইপিএল শুরুর আগেই বড় আপডেট

২০১৯ এর বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সিতে বাইশ গজে দেখতে পাওয়া গিয়েছে ধোনিকে। তার ঠিক ১৩ মাস বাদে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটবে ধোনির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহেন্দ্র সিং ধোনি

চলতি বছরের আইপিএলে ধোনিকে পরিচিত সিএসকে জার্সিতে খেলতে দেখতে পাওয়া যাবে। এমন বিষয়ে যথেষ্ট আশাবাদী সিএসকের সিইও কাশি বিশ্বনাথন।

Advertisment

২০১৯ এর বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সিতে বাইশ গজে দেখতে পাওয়া গিয়েছে ধোনিকে। তার ঠিক ১৩ মাস বাদে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটবে ধোনির। আইপিএলে কেমন খেলেন ধোনি, সেদিকেই নজর থাকবে বিশ্ব ক্রিকেটের।

আরও পড়ুন

রাজস্থান রয়্যালসের মাস্টার মাইন্ড করোনা আক্রান্ত, আইপিএল শুরুর আগেই ধাক্কা

ধোনিকে নিয়ে বলতে গিয়ে তাই সিএসকে-র সিইও ইন্ডিয়া টুডে কে জানাচ্ছেন, "২০২০ ও ২০২১ এর বিশ্বকাপে ধোনি যে আমাদের হয়ে খেলবে সেই বিষয়ে আমরা যথেষ্ট আশাবাদী। হয়ত ২০২২-এও ওঁকে দেখা যেতে পারে।"

সিএসকের শীর্ষ পর্যায়ের এই আধিকারিক জানাচ্ছেন, "ও যে ঝাড়খণ্ডের ইন্ডোর নেটে প্রাকটিস শুরু করেছে তা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। আমরা ধোনিকে নিয়ে, আমাদের ক্যাপ্টেনকে নিয়ে একদমই ভাবছি না। ধোনি নিজের দায়িত্ববোধের বিষয়ে সচেতন। ও নিজের ও দলের যত্ন ভালোভাবেই নিতে পারবে।"

মার্চ মাসের দু তারিখেই সিএসকের অনুশীলনে যোগ দেন ধোনি। তবে বিশ্বজোড়া অতিমারী ধোনিকে বেশিদিন সিএসকে সংসারে থাকতে দেয়নি। সিএসকের ক্যাম্প করোনা ভাইরাসের জন্যই সাসপেন্ড করে দেওয়া হয়। আইপিএলের শুরুর আগে সিএসকে-র অনুশীলন ম্যাচে ধোনি ৯১ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন।

Read full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment