বিতর্ক ও মারাদোনা হাত ধরাধরি করে চলে। ফুটবলের রাজপুত্রকে এবার সেই বিতর্কের জেরেই গ্রেফতার করা হল। বুয়েনস আয়ারস-এর বিমানবন্দরে মারাদোনাকে পুলিশী হেফাজতে যেতে হল প্রাক্তন বান্ধবীর অভিযোগের ভিত্তিতে। গত বছরেই বিচ্ছেদ ঘটে মারাদোনা ও তাঁর বান্ধবী রোকিও অলিভা-র। সেখানেই সমস্যার সূত্রপাত।
সম্পর্ক ছিল টানা ছয় বছরের। তারপরে গত বছরের ডিসেম্বরে বিচ্ছেদের পরে আর্থিক ক্ষতিপূরণ বাবদ ৯ মিলিয়ন আর্জেন্টাইন ডলার দাবি করে আইনের দ্বারস্থ হয়েছিলেন রোকিও। প্রাক্তন বান্ধবীর সেই দাবি না মানার কারণেই বড়সড় ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এই কারণেই দেশে ফিরতেই গ্রেফতার করা হল কিংবদন্তিকে।
বর্তমানে মেক্সিকোর একটি ক্লাবে কোচিং করান। সেখান থেকে ছুটি নিয়ে আর্জেন্টিনায় ফিরছিলেন তিনি। তবে বাড়ি পৌঁছনোর আগেই পুলিশের হেফাজতে দেশকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি।
আরও পড়ুন
বিতর্ক যেখানে। দিয়েগো মারাদোনাও সেখানে। ফুটবলার জীবনে বহুবার তিনি ঝামেলায় জড়িয়েছেন। হাল আমলেও ফুটবলের রাজপুত্রকে তাড়া করে বেড়াচ্ছে বিতর্ক আর বিতর্ক। তবে সাম্প্রতিককালে বান্ধবীর জন্যই বেশি সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। পরকীয়া সন্দেহে মারাদোনা একসময়ে নিজের ২৮ বছরের বান্ধবীকে মারধোর করেছিলেন বলে জানা গিয়েছিল। ইতালির সেই ঘটনার পরে পুলিশে অভিযোগও জানিয়েছিলেন রোকিও অলিভা।
সেই সময় ইতালিয়ান পুলিশ পর্যন্ত ঘটনার জল গড়িয়েছিল। তবে এরপরে সেই বান্ধবী দুবাইয়ে মারাদোনার বাড়ি থেকেই তাঁকে উৎখাত করেন। কারণ মহাতারকা নিজেই প্রাক্তন বান্ধবীর নামে সেই বাড়ি লিখে দিয়েছিল। গত বছরে এক সাক্ষাৎকারে, রোকিও অলিভাকে খুন করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। প্রকাশ্যে।
যাইহোক, এবার গ্রেফতারের পরে নোটিশ ধরানো হয়েছে মারাদোনাকে। ৯ জুন মামলার পরবর্তী শুনানি।