Digvesh Rathi loses 50% match fees in LSG vs MI match: ফের বিতর্কিত নোটবুক সেলিব্রেশন দেখিয়ে জরিমানার কবলে লখনউ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং রাঠি। এর আগের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের বোলারের 'ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছিল। পঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে ‘নোটবুক সেলিব্রেশন’ করার জন্যই তাঁকে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু, সেই শাস্তিতেও শোধরাননি এলএসজি বোলার। মুম্বইয়ের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে নমন ধীরকে আউট করে একই আচরণ করায় এবার তাঁর 'ম্যাচ ফি'-র ৫০ শতাংশ কেটে নেওয়া হল।
মুম্বইয়ের হয়ে ভালোই খেলছিলেন ধীর। ২৪ বলে ৪৬ করেছিলেন। রাঠির বলে আউট হন। তারপরই ‘নোটবুক সেলিব্রেশন’ করতে দেখা যায় এলএসজি বোলারকে ইতিমধ্যেই তাঁর দুটো ডিমেরিট পয়েন্ট হয়েছে। আরও অপরাধ করলে এবার কড়া শাস্তির মুখে পড়তে পারেন এই বোলার।
তবে এলএসজিতে শুধু দিগ্বেশই নন। দলের স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়েছেন এই দলের অধিনায়ক ঋষভ পন্থও। তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এবারের আইপিএলে এই প্রথমবার স্লো ওভাররেট করেছে লখনউ। ঋষভ অবশ্য জরিমানার কবল থেকে বাঁচতে চেষ্টার ত্রুটি রাখেননি। বোলারদের ওভার দ্রুত শেষ করার অনুরোধ করেছেন। কিন্তু, তাতে যে কিছু কাজের কাজ হয়নি, জরিমানা থেকেই তা স্পষ্ট।
আরও পড়ুন- পারফরম্যান্স আহামরি নয়! তবুও আইপিএলের একটা ম্যাচ থেকে কত পাচ্ছেন ঋষভ পন্থ? জানলে চোখ কপালে উঠবে!
ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআইও রাঠির আচরণের কড়া নিন্দা করেছেন। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, 'এটি চলতি মরশুমে রাঠির দ্বিতীয় লেভেলের অপরাধ। যার ফলে তাঁর নামে এখন মোট দুটি ডিমেরিট পয়েন্ট আছে।' রাঠির আচরণের কড়া সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও। তিনি বলেছেন, 'এই ধরণের অঙ্গভঙ্গি মানে কোনও বোলার ভাবতেই পারেননি যে তিনি উইকেট পেতে পারেন। আর এখন যেহেতু তিনি উইকেট পেয়ে গেছেন। তাই সেটা সবাইকে অঙ্গভঙ্গি করে দেখানোর চেষ্টা করছেন।'