Pant Becomes IPL’s Highest Earner: ₹2 Crore per Match in 2025: গতকালই লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ১২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। এই জয়ের পর এলএসজি পয়েন্ট তালিকায় রয়েছে ৬ নম্বরে। চার ম্যাচ খেলে ২টিতে জিতেছে। আর, ২টিতে হেরেছে। মুম্বইয়ের বিরুদ্ধে লখনউ জিতলেও ঋষভ পন্থ কিন্তু ভালো খেলতে পারেননি। ৬ বলে মাত্র ২ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়েছেন লখনউয়ের উইকেটরক্ষক-অধিনায়ক।
আইপিএল ২০২৫-এ ইতিহাস সৃষ্টি করেছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালস তাঁকে রিলিজ করার পর, মেগা নিলামে ২৭ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। এই অঙ্কে পন্থ হয়ে উঠেছেন আইপিএল-এর সবচেয়ে দামি ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালস ২০.৭৫ কোটিতে আরটিএম (RTM) কার্ড ব্যবহার করায় এলএসজি ২৭ কোটি টাকার দর দিয়েছিল। দিল্লি অত টাকা দিতে রাজি না হওয়ায় ঋষভকে নিয়ে নিয়েছিল এলএসজি।
বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, এবার প্রতিটি ম্যাচে অতিরিক্ত ৭.৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি পাবেন খেলোয়াড়েরা। ফলে পন্থ ১৪টি ম্যাচ খেলে, ১.০৫ কোটি টাকা অতিরিক্ত পাবেন। যা নিয়ে তাঁর মোট আয় দাঁড়াবে ২৮.০৫ কোটি টাকা। সেই হিসেবে প্রতি ম্যাচে তাঁর আয় এখন ২ কোটি টাকা। যদি তিনি ১৬টি ম্যাচে খেলেন, তাহলে অতিরিক্ত ১.২ কোটি টাকা পাবেন। সেক্ষেত্রে তাঁর আয় হবে প্রতি ম্যাচে ১.৭৬ কোটি টাকা।
এলএসজি-র মালিক সঞ্জীব গোয়েঙ্কা আগেই জানিয়েছেন, ‘এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল। আমরা এমন একটা বিড করতে চেয়েছিলাম যাতে আরটিএম (RTM) ব্যবহার করা না যায়।’ গোয়েঙ্কা একথা বললেও এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কাছে এলএসজি ১ উইকেটে হেরেছে। পঞ্জাব কিংসের কাছে ৮ উইকেটে হেরেছে। ওই হারের পরই এলএসজি কর্তা সঞ্জীব গোয়েঙ্কা ক্ষোভ প্রকাশ করেছেন পন্থের কাছে।
আরও পড়ুন- চিদাম্বরমই ঠিক করে দেবে রং, ম্যাচের আগে চরম আশায় 'ক্যাপ্টেন কুল'-এর সমর্থকরা
এর আগে কেএল রাহুল যখন অধিনায়ক ছিলেন, তখনও গোয়েঙ্কাকে অনেকটা এভাবেই রাহুলের কাছে অভিযোগ জানাতে দেখা গিয়েছিল। যা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছিল। তবে, এবার টুর্নামেন্ট এখনও শুরুর পর্যায়ে রয়েছে। এলএসজি সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে। আর, তারপর এবার মুম্বইকে হারাল। এটুকুই ঋষভের বলার মত। টুর্নামেন্টের বাকি ম্যাচের পর তাঁর অবস্থাও কেএল রাহুলের মতই হয় কি না, সেটাই এখন দেখার।