Advertisment

হারল কিউয়িরা, করুনারত্নের শতরানে দুর্ধর্ষ জয় শ্রীলঙ্কার

প্রায় পৌঁনে তিনশো রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ওপেনিং জুটিতেই ১৬১ রান তুলে দেয়। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ১৩৩ রান তুলেছিল। রবিবার শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬ রান।

author-image
IE Bangla Web Desk
New Update
DIMUTH KARUNARATNE

ব্যাটে সফল শ্রীলঙ্কান অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে (টুইটার)

টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ছয় উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। বিশ্বকাপের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডকে হারতে হল শ্রীলঙ্কার কাছে। দ্বীপরাষ্ট্রের জয়ের নায়ক অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। তাঁর শতরানে ভর করেই ২৬৮ রানের টার্গেট পঞ্চম দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে তুলে দেয় শ্রীলঙ্কা। এর আগে গলে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে কেউ জেতেনি।

Advertisment

প্রায় পৌঁনে তিনশো রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ওপেনিং জুটিতেই ১৬১ রান তুলে দেয়। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ১৩৩ রান তুলেছিল স্কোরবোর্ডে। রবিবার শেষ দিনে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬ রান। চার উইকেট খুইয়েই সেই রান তুলে দেয় লঙ্কান ব্যাটসম্যানরা।

আরও পড়ুন টেস্ট ক্রিকেট ফিরতে চলেছে পাকিস্তানে, শ্রীলঙ্কা সফরের সম্ভবনা উজ্জ্বল

ভারত সফরের আগেই চোট সেকেন্ডের, দলে এলেন ক্লাসেন

রাহানে ফের ব্যর্থ, প্রশ্ন উঠে যাচ্ছে তারকা ব্যাটসম্যানের ভবিষ্যত নিয়ে

পঞ্চম দিনে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে করুনারত্নে এবং থিরিমানে (৬৪) আরও ২৮ রান যোগ করেন। এরপর কুশল মেণ্ডিস (১০), করুনারত্নে (১২২) এবং কুশল পেরেরা (২৩) আউট হয়ে গেলেও বাকি রান স্কোরবোর্ডে যোগ করে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (২৮) এবং ধনঞ্জয় ডিসিলভা (১৪)।

টিম সাউদি ফেরান অধিনায়ক করুনারত্নে। টেস্টে এটা তাঁর নবম শতরান। ঘটনাচক্রে, এটাই দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে এটাই তাঁর প্রথম শতরান। কিছু ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। ৫৮ রানে ব্যাটিং করার সময় শর্ট লেগে ক্যাচ তুলেও রেহাই পান তিনি। উইকেটকিপার বিজে ওয়াটলিং তাঁকে স্ট্যাম্পিং করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

প্রথম ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ড ২৪৯ তুলেছিল। জবাবে ২৬৭-এর বেশি তুলতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ২৮৫ তোলার পরে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য টার্গেট ছিল ২৬৮। সেই রান অনায়াসেই তুলে দিল দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা।

Read the full article in ENGLISH

cricket New Zealand Sri Lanka
Advertisment