Advertisment

'পরের স্ত্রী'কে নিয়ে কুৎসিত ইঙ্গিত কার্তিকের! সরাসরি উঠল শাস্তির দাবি

বেফাঁস মন্তব্য করে বেশ বিপাকে পড়েছেন তারকা ক্রিকেটার। সরাসরি কার্তিককে ক্ষমা চাইতে বলছেন নেটিজেনরা। কার্তিক কী করবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাত্র এক সপ্তাহ আগেই ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটিয়েছেন। দুর্ধর্ষ বিশ্লেষণধর্মী কমেন্ট্রি করে ক্রিকেট বিশ্বে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন দীনেশ কার্তিক। প্রবল প্রশংসিতও হচ্ছেন। এর মধ্যেই টুক করে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। ধারাভাষ্য দুনিয়ায় 'নেক্সট বিগ থিং' হিসাবে পরিচিতি পাওয়া কার্তিকের বিরুদ্ধে এবার নারী বিদ্বেষের অভিযোগ উঠেছে। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে কমেন্ট্রি করার মাঝেই বলে ফেলেছিলেন, "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মত। যেটা সবসময়েই ভাল লাগে।"

Advertisment

আসলে কার্তিক ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে বক্তব্য রাখছিলেন অন-এয়ার। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, কীভাবে ব্যাটসম্যানরা নিজের ব্যাট নিয়ে অসন্তুষ্ট হলেও অন্য ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে সন্তোষ প্রকাশ করে। সেই বিষয় ব্যাখ্যা করার সময়েই কার্তিক জানান, ব্যাটসম্যানদের কাছে অন্যের ব্যাট পড়শীর স্ত্রী-র মত। "অধিকাংশ ব্যাটসম্যান নিজের ব্যাটের বদলে অন্যের ব্যাট নেয়।" বলছিলেন কার্তিক।

আরো পড়ুন: বিশ্বকাপ জিততে ধোনি-শচীনদের সঙ্গমের পরামর্শ! বিস্ফোরক তথ্য এবার জানাজানি প্রকাশ্যে

এমন বক্তব্য সম্প্রচারের সময় কার্তিকের বিরুদ্ধেই নেটিজেনদের একাংশ সরব নারী বিদ্বেষের অভিযোগে। তাঁর মত একজন ক্রিকেটারের কাছ থেকে যে এমন বক্তব্য অনভিপ্রেত, তা সরাসরি নেটিজেনরা জানাতে থাকেন।প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন তিনি। এমনটাও দাবি ওঠে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় ধারাভাষ্যকার হিসাবে তাকে অন্তর্ভুক্ত করে চমকে দিয়েছিল সম্প্রচারকারী সংস্থা। তবে কার্তিক প্রথম সুযোগেই মন কেড়েছেন। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে কার্তিক প্রত্যেকদিন আবহাওয়ার আপডেটও দিতেন। তবে নারী বিদ্বেষী মন্তব্যের পাল্টা ব্যাখ্যা কী দেন, তিনি তা দেখার।

নেটিজেনদের একাংশ কার্তিকের হয়ে সাফাই গেয়ে 'মজা' হিসাবেই গ্রহণ করতে বলেছেন। যদিও একন্সজের8 দাবি, কার্তিক আসলে আমাদের সমাজের প্রকৃত চিত্রটাই তুলে ধরেছেন, যেখানে নারীদের পণ্য হিসাবে মনে করা হয়।

এতদিন ব্যাটসম্যান হিসাবে কার্তিক জানেন, কতটা নির্ভুল হয়ে ক্রিজে পড়ে থাকতে হয় রানের জন্য। তবে কমেন্ট্রি পিচও সেরকম। একটু বেফাঁস মন্তব্যেই ওলটপালট হয়ে যেতে পারে পৃথিবী। কথা হচ্ছে সেই তীরের মত! একবার বেরিয়ে গেল যে আর ফেরানো যায় না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Dinesh Karthik Cricket News
Advertisment