Indian Football Team: ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে হংকংয়ের (India vs Hong Kong) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ০-১ গোলে পরাস্ত হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে ভারতের এই পরাজয় অবশ্যই যে লজ্জা বাড়িয়েছে, তা সন্দেহাতীত।
কিন্তু, ভারতীয় ফুটবল দল সাম্প্রতিককালে যে পারফরম্য়ান্স করেছে, তা নিঃসন্দেহে ভয়াবহ। মানোলো মার্কোয়েজ (Manolo Marquez) দায়িত্ব গ্রহণ করার পর থেকেই টিম ইন্ডিয়ার অবনমন যেন সমান্তরালভাবে শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই টিম ইন্ডিয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তুলতে শুরু করেছেন পদত্যাগের দাবিও।
Bangladesh Football: শুধু ভারত নয়, একই রাতে পরাস্ত বাংলাদেশও! তবুও কেন পয়েন্ট তালিকায় নীচে টিম ইন্ডিয়া?
শোনা যাচ্ছে, বুধবার (১১ জুন) বিকেলবেলা ভারতীয় ফুটবল দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন মানোলো মার্কোয়েজ। ইতিমধ্যে ফেডারেশন কর্তারা নাকি তাঁর সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, মার্কোয়েজের পর কার হাতে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দেওয়া হবে? কাকে বসানো হবে টিম ইন্ডিয়ার হেড স্যারের কুর্সিতে। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas) স্পষ্ট জানিয়ে দেন, এতদিন ধরে তো বিদেশি কোচের হাতে দায়িত্ব দিয়ে দেখা হল! লাভের লাভ কিছুই হয়নি। আর সেকারণেই এবার ভারতীয় ফুটবল কোচের হাতে দায়িত্ব দিয়ে দেখা হোক।
Manolo Marquez Resignation: হেরেও লজ্জা নেই! আর কবে পদত্যাগ করবেন ভারতীয় ফুটবল কোচ? প্রশ্ন সমর্থকদের
এমন পারফরম্য়ান্স লজ্জাজনক, মন্তব্য দীপেন্দুর
দীপেন্দুর কথায়, 'এই ফলাফল যথেষ্ট দুঃখজনক। হংকংয়ের মতো একটা দুর্বল দলের কাছে আমরা ০-১ গোলে হেরে গেলাম। দিনের পর দিন আমরা ফিফা ব়্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়ছি। আমার মনে হয় যে এখন বিদেশি কোচ ছেড়ে ভারতীয় ফুটবল কোচেদের দিকেই নজর দেওয়া উচিত। আইএসএল টুর্নামেন্টে যে ভারতীয় কোচেরা ভাল পারফরম্য়ান্স করছেন, তাঁদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত।'
Mohun Bagan Super Giant: মোহনবাগানের হিরো, টিম ইন্ডিয়ায় জিরো! এই ফুটবলারের ভুলেই লজ্জার হার ভারতের
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'বিদেশি কোচের হাতে দায়িত্ব দিয়েও তো আমরা একই রেজাল্ট পাচ্ছি। তাহলে খালিদ জামিলের মতো ভারতীয় কোচের হাতেই দায়িত্ব তুলে দিক AIFF। অন্তত একটা মরশুম দেখা যাক। পারফরম্য়ান্স খারাপ হলে, তখন না হয় অন্য় চিন্তাভাবনা করা যাবে। ইতিপূর্বে, ভারতীয় কোচেরাই তো টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দিয়েছে। এক্ষেত্রে আমি পিকে ব্যানার্জি, রহিম সাহেবের কথা বলতে পারি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি দুজনের কথা বলতে পারি। খালিদ জামিলকে কোচ করা হোক। আর সঙ্গে রাখা হোক সঞ্জয় সেনকে (Sanjay Sen)। আমি মনে করি, ভারতীয় ফুটবল আবারও সেই পুরনো গৌরব ফিরে পাবে।'