Mohun Bagan Super Giant: মোহনবাগানের হিরো, টিম ইন্ডিয়ায় জিরো! এই ফুটবলারের ভুলেই লজ্জার হার ভারতের

India vs Hong Kong Result: আরও একবার লজ্জার হার স্বীকার করতে হল ভারতীয় ফুটবল দলকে। তবে এই হারের জন্য একমাত্র দায়ী ভারতীয় গোলকিপার বিশাল কাইথ।

India vs Hong Kong Result: আরও একবার লজ্জার হার স্বীকার করতে হল ভারতীয় ফুটবল দলকে। তবে এই হারের জন্য একমাত্র দায়ী ভারতীয় গোলকিপার বিশাল কাইথ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vishal Kaith Penalty

বিশালের ভুলেই পেনাল্টি পেল হংকং। আর সেটাই নির্ধারণ করল ম্য়াচের ফলাফল

Indian Football Team: শেষ হল ভারত বনাম হংকং ফুটবল ম্য়াচ। বলা ভাল, লজ্জার হার দিয়ে শেষ হল খেলা। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে হংকং ১-০ গোলে জয়লাভ করল। যদিও টিম ইন্ডিয়া (India vs Hong Kong) এই ম্য়াচে বেশ কয়েকটা গোল করার সুযোগ পেয়েছিল। একের পর এক সুযোগ মিস করে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল। তবে সবথেকে বেশি সমালোচিত হলেন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) দলের তারকা গোলকিপার বিশাল কাইথ (Vishal Kaith)।

Advertisment

মোহনবাগানের হিরো, টিম ইন্ডিয়ায় জিরো

কয়েকদিন আগেই মোহনবাগান অ্যাথলেটিক দলের প্রাক্তন কোচ সঞ্জয় সেন অভিযোগ করেছিলেন, ইন্ডিয়ান সুপার লিগে যে ফুটবলাররা তারকার তকমা পান, ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে নেমে তাঁরাই কার্যত ল্যাজেগোবরে হয়ে যান। মঙ্গলবারের ম্য়াচে যেন সেই কথাটাই অক্ষরে-অক্ষরে ফলে গেল।

India vs Hong Kong Fooball Match: ভারতের ফিফা ব়্যাঙ্কিং ১২৭, হংকং কোথায় দাঁড়িয়ে জানেন?

Advertisment

ঘটনাটি ম্য়াচের একেবারে শেষবেলার। এই ম্য়াচে সবথেকে বড় ভুলটা করলেন বিশাল কাইথ। বিশালকে নিয়েও কম মাতামাতি হয়নি মোহনবাগান সুপার জায়ান্টে। কিন্তু ম্য়াচের ৯০+১ মিনিটে হংকংয়ের ফুটবলার উদেবুলুজোরকে ফাউল করে বসলেন তিনি। সেই সুযোগেই পেনাল্টি পেয়ে গেল হংকং। আর স্পট কিক থেকে হংকংয়ের হয়ে জয়সূচক গোলটি করলেন পেরেইরা। এরপর আর ভারতীয় ফুটবল দলের কামব্যাক করার কোনও সুযোগ ছিল না।

India vs Hong Kong Football: কোথায়-কখন ফ্রি'তে দেখবেন ভারত-হংকং ফুটবল ম্য়াচ? মিস করলে হাত কামড়াবেন

ভুলের খতিয়ান এখানেই শেষ নয়। এই ম্য়াচটা অনায়াসে ড্র হতে পারত, যদি না ম্য়াচের প্রথমার্ধে বাগানের আরেক ফুটবলার মারাত্মক ভুলটা না করতেন। ৩৫ মিনিটে ব্রেন্ডন ফার্নান্ডেজের থেকে বলটা পেয়েছিলেন লিস্টন কোলাসো। তিনি বাঁ প্রান্ত ধরে বল নিয়ে উপরের দিকে উঠে আসেন। এরপর আশিক কুরুনিয়ানকে নিখুঁত একটি পাস বাড়িয়েছিলেন লিস্টন। 

Liston Colaco Injury: মারাত্মক চোট পেলেন লিস্টন, নিরুত্তাপ রেফারি! রাগে ফেটে পড়লেন মার্কোয়েজ

মোহনবাগানের এই তারকা ফুটবলার হংকং গোলকিপারের থেকে মাত্র কয়েক হাত দুরে দাঁড়িয়েছিলেন। এমনকী, তাঁর সামনে আর কোনও ফুটবলারও ছিল না। কিন্তু, তা সত্ত্বেও তিনি বলটা বিপক্ষের জালে জড়াতে পারলেন না। এমন পারফরম্য়ান্সের পর খুব স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় তুলতে শুরু করেছেন ভারতীয় ফুটবল সমর্থকরা।

indian football team Vishal Kaith Mohun Bagan Super Giant India vs Hong Kong