Advertisment

IND vs WI 1st ODI: সারমেয়র দৌরাত্ম্য়ে চিপকে থামল খেলা, দেখুন ভিডিও

কিছুদিন আগে বিজয়ওয়াড়ায় অন্ধপ্রদেশ বনাম বিদর্ভের রঞ্জি ম্য়াচ চলাকালীন মাঠে সাপ ঢুকে পড়েছিল। এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্য়াচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল কুকুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Dog intervenes play during first ODI between India and West Indies

সারমেয়র দৌরাত্ম্য়ে চিপকে থামল খেলা, দেখুন ভিডিও

কিছুদিন আগে বিজয়ওয়াড়ায় অন্ধপ্রদেশ বনাম বিদর্ভের রঞ্জি ম্য়াচ চলাকালীন মাঠে সাপ ঢুকে পড়েছিল। এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্য়াচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল কুকুর।

Advertisment

দেশ হোক বিদেশ। ক্রিকেট হোক বা ফুটবল। খেলার মাঠে পশু-পাখী, জীব-জন্তুর ঢুকে পড়া নতুন কিছু নয়। সারমেয়র মাঠে চলে আসার ঘটনাই সবচেয়ে বেশি দেখা যায়।

আরও পড়ুন-ভিডিও: রঞ্জি ম্য়াচে মাঠের মধ্য়েই ঢুকে পড়ল সাপ

রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্য়াট করতে নেমেছিল ভারত। ৮০ রানেই ভারত তিন উইকেট হারিয়ে ফেলেছিল। চারে ব্য়াট করতে নেমেছিলেন শ্রেয়স আয়ার।

ম্য়াচের ২৬ নম্বর ওভারের ঘটনা। রোহিত শর্মা ফিরে যাওয়ার পর আয়ারকে সঙ্গ দিতে আসেন ঋষভ পন্থ। আচমকাই মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। মিনিটখানেকের জন্য বন্ধ থাকে ম্য়াচ।

আরও পড়ুন-হোটেলের সেই ওয়েটারকে খুঁজছেন শচীন, যার পরার্মশে বদলে গিয়েছিল তাঁর খেলা

কুকুরটিকে মাঠের বাইরে বার করার জন্য় ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারও চেষ্টা চালান। কিন্তু পরে কুকুরটি বাউন্ডারি লাইনের পাশে চক্কর কেটে নিজেই বেরিয়ে যায়।

cricket India West Indies
Advertisment