Advertisment

কোহলির আগ্রাসনে সৌরভের উত্তরাধিকার দেখছেন বুকানন

ব্যাটের পাশাপাশি বাইশ গজে মুখটাও চলে বিরাট কোহলির। ক্রিকেটীয় কেরিয়ারে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য খবরের শিরোনামে এসেছেন ভারত অধিনায়ক। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টেও স্লেজ করেছেন ক্যাপ্টেন হট।

author-image
IE Bangla Web Desk
New Update
ohn Buchanan on Virat Kohli's 'Aggression

কোহলির আগ্রাসনে সৌরভের উত্তরাধিকার দেখছেন বুকানন (ছবি টুইটার)

ব্যাটের পাশাপাশি বাইশ গজে মুখটাও চলে বিরাট কোহলির। ক্রিকেটীয় কেরিয়ারে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য খবরের শিরোনামে এসেছেন ভারত অধিনায়ক। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টেও স্লেজ করেছেন ক্যাপ্টেন হট। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পেইনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। মাঠের মধ্যে কোহলি-পেইনের কথা কাটাকাটি এমন পর্যায় পৌঁছায় যে, আম্পায়ার ক্রিস গাফানে এসে পরিস্থিতি সামলান।

Advertisment

এমনকি কোহলিকে “বিশ্বের সবচেয়ে অসভ্য প্লেয়ার” বলেও মন্তব্য করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। যদিও কোহলির মাঠের মধ্যে এই আগ্রাসনকে অত্যন্ত স্বাভাবিক ভাবেই দেখছেন ভারতীয় দলের হেডস্যার রবি শাস্ত্রী। রবিবার কোহলিকে ‘’প্রকৃত ভদ্রলোক’’ বলেই অভিহিত করেছেন তিনি।

আরও পড়ুন: “বিরাট কোহলি বিশ্বের সবচেয়ে অসভ্য প্লেয়ার”

কোহলির মাঠের আচরণ নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জন বুকানন। মুম্বাই মিররে দেওয়া একটা সাক্ষাৎকারে বুকানন কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তুলনা টেনেছেন। তিনি বলেছেন, “ সৌরভের ট্র্যাডিশন কোহলি বহন করছে। ও কখনও পিছিয়ে আসে না। ও খেলাটাকে আরও রঙিন করেছে। কিন্তু ও খেলার প্রতি শ্রদ্ধাশীল। ইতিহাসটাকে সম্মান করে” ৬৫ বছরের ক্রিকেটার আরও জানান যে, এই মুহূর্তে কোহলির মতো একজন নেতারই প্রয়োজন ভারতের। এর সঙ্গে বুকানন জুড়ে দেন, “কোহলি শুধু টেকনিক্যাল দিক থেকেই নয়,  নেতৃত্বের নিরীখেও খেলায় নিজের উত্তরাধিকার রেখে যাবে।”

বুকাননের সঙ্গে যদিও সৌরভের সম্পর্কটা সেরকম ভাল ছিল না। কলকাতা নাইট রাইডার্সের খারাপ পারফরম্যান্সের জন্য় তাঁর স্ট্র্যাটেজিকে দায়ি করা হয়েছিল। কেকেআর-এ দু'মরসুম কাটানোর পরেই বুকাননের বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল।

Virat Kohli Sourav Ganguly
Advertisment