Neeraj Chopra marries Himani Mor: বিয়ে করলেন ডাবল অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী হিমানি টেনিস খেলোয়াড়

Double Olympic medallist Neeraj Chopra marries: গত ১৬ জানুয়ারি বিয়ে হয়েছে হিমাচল প্রদেশে। কনে হিমানি মোর মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। সেখানেই কাজ করেন।

Double Olympic medallist Neeraj Chopra marries: গত ১৬ জানুয়ারি বিয়ে হয়েছে হিমাচল প্রদেশে। কনে হিমানি মোর মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। সেখানেই কাজ করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra marriage

Neeraj Chopra marriage: বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক নীরজ চোপড়া। (ছবি- টুইটার)

Double Olympic medallist Neeraj Chopra marries: দুটি অলিম্পিকে পদকজয়ী নীরজ চোপড়া বিয়ে করলেন। তিনি টেনিস খেলোয়াড় হিমানি মোরকে বিয়ে করেছেন। ১৬ জানুয়ারি হিমাচল প্রদেশে বিয়ের অনুষ্ঠান হয়েছে। কনে হিমানি মোর মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। সেখানে কাজও করেন। নীরজ নিজেই নিজের বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন। বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। নীরজ লিখেছেন, 'আমাদের বিয়েতে যাঁরা আশীর্বাদ করেছেন, তাঁদের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। আমরা প্রেমময় এবং সুখপূর্ণ জীবনযাপন করব।'

Advertisment

নীরজের মামা ভীম চোপড়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে বিয়ের অনুষ্ঠানমঞ্চ উভয় পরিবার মিলেই সাজিয়েছে। তিনি আরও বলেন, '১৬ জানুয়ারি হিমাচল প্রদেশে এই বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরাই হাজির ছিলেন।' ভীম চোপড়া আরও জানিয়েছেন যে নীরজ এবং হিমানি, দু'জনেই এই বিয়ের অনুষ্ঠানপর্ব গোপন রাখতে চেয়েছিল। তিনি বলেন, 'নীরজ ও হিমানির পরিবারও সেটা চেয়েছিল। আমরা সেই কারণেই অনুষ্ঠানের বিশদ বিবরণ শেয়ার করিনি। নীরজ ও হিমানি বর্তমানে দেশের বাইরে আছেন। এই বিয়েতে গোটা চোপড়া পরিবার আনন্দিত।'

এই বিয়ে এত গোপনে হয়েছে যে নীরজের সতীর্থ অ্যাথলিটরাও সেটা আগে জানতেন না। তাঁরাও সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই ব্যাপারটা জানতে পেরেছেন। নীরজ নিজেও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি বিয়েটা গোপন রাখতে চান। এই বিষয়ে তিনি বলেছেন, 'ব্যক্তিগত জীবন এমন একটা জিনিস, যা কোনও ব্যক্তির ওপর নির্ভর করে। সেই ব্যক্তিকেই জানাতে হয় যে তিনি কতটা নিজের ব্যক্তিগত বিষয় সবাইকে জানাবেন।' ডবল অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়ন পদকজয়ী বলেছেন, 'বিয়ের কথা গোটা বিশ্বকে জানানোর দরকার নেই। যখন পরিবার সিদ্ধান্ত নেবে, তখন বিয়ে হবে।'

Advertisment

ভীম চোপড়া জানিয়েছেন যে কনের পরিবার, হরিয়ানার সোনিপথের বাসিন্দা। ভারতের বর্তমান সেরা টেনিস খেলোয়াড় সুমিত নাগালের মতই হিমানিও ছোট থেকেই টেনিস খেলেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুযায়ী, হিমানির জাতীয় র‌্যাংকিং সিঙ্গলসে ৪২ এবং ডাবলসে ২৭। রাষ্ট্রবিজ্ঞান এবং ফিজিক্যাল এডুকেশনের স্নাতক হিমানি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন। সেখানে দক্ষিণ-পূর্ব লুইসিয়ানা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ইউনিভার্সিটিতে সহকারি টেনিস কোচের দায়িত্বেও ছিলেন। আমহার্স্ট কলেজেও তিনি শিক্ষকতা করেছেন। সেখানে তিনি মহিলাদের টেনিস বিভাগ দেখভাল করেন। 

আরও পড়ুন- 'সূর্য এক্স ফ্যাক্টর', চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে যাদবকে বিরাট সার্টিফিকেট রায়নার

ভারতীয় সেনার আধিকারিক নীরজের কাছে ২০২৪টা ভালো কাটেনি। গতবছর তিনি ইনজুরিতে ভুগেছেন। তারমধ্যেই মাঠে ফিরে দ্বিতীয়বারের মত অলিম্পিকে পদকও জিতেছেন। নতুন মরশুমের জন্য নীরজ বিশ্ব রেকর্ডের মালিক জান জেলেজনির কাছে দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণ নিচ্ছেন। এবার তাঁর লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জয়।  

cricket Himani Mor Cricket News USA tennis Himachal Pradesh The Indian Express Neeraj Chopra