Suresh Raina on SKY: 'সূর্য এক্স ফ্যাক্টর', চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে যাদবকে বিরাট সার্টিফিকেট রায়নার

SKY’s exclusion from Champions Trophy squad: ২২ জানুয়ারি কলকাতায় শুরু হতে চলেছে ৫ ম্যাচের টি২০ সিরিজ। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের নেতৃত্ব দেবেন সূর্যকুমার।

SKY’s exclusion from Champions Trophy squad: ২২ জানুয়ারি কলকাতায় শুরু হতে চলেছে ৫ ম্যাচের টি২০ সিরিজ। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের নেতৃত্ব দেবেন সূর্যকুমার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav: সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: সূর্যকুমার যাদব। (ছবি- টুইটার)

SKY’s exclusion from Champions Trophy squad: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সূর্যকুমার যাদবকে বাদ দেওয়া ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর ধারণা, 'সূর্যকুমার যাদব যদি থাকত, তাহলে ভারতীয় দলের কাছে একটা এক্স-ফ্যাক্টর থাকত।' ২২ জানুয়ারি কলকাতায় শুরু হতে চলা ৫ ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সেই তাঁকেই শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে। 

Advertisment

এই প্রসঙ্গে রায়না বলেছেন, 'সূর্যকুমার ভারতের বিশ্বকাপ দলের অবিচ্ছেদ্য অঙ্গ। ও খেলার যে কোনও পর্যায়ে প্রতিওভারে ৯ রান করতে পারে। দুর্দান্ত ব্যাট করে। তাই সূর্য থাকলে ভারতের একটা এক্স-ফ্যাক্টর থাকত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঁর অভাব অনুভূত হবে। দায়িত্ব এখন প্রথমসারির তিন জনের ওপর থাকবে। এমন তিন জন, যাঁরা ফর্মেই নেই। সূর্যের প্লাস পয়েন্ট, ও যে কোনও পজিশনে ব্যাট করতে পারে।'

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন পেসার মহম্মদ সিরাজও। সেব্যাপারে রায়না বলেন, 'অস্ট্রেলিয়ায় সিরাজ অন্যরকম ফর্মে ছিল। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো ভালো খেলত। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তন করা যাবে। তাই আমার মনে হয়, বুমরা ফিট না থাকলে সিরাজকেই দলে রাখা উচিত। হর্ষিত রানা ভালো। ওর গতি ভালো, বাউন্স ভালো, ভ্যারিয়েশন আছে, ইয়র্কার দিতে পারে। ও আর অর্শদীপ, দু'জনেই পুরনো বলে ভেলকি দেখাতে পারবে। কিন্তু, তারপরও আমার ধারণা যে বুমরা না থাকলে সিরাজকেই নেওয়া উচিত।'

Advertisment

আরও পড়ুন- 'পন্থ ভালো', তারপরও সঞ্জুকে বাদ দেওয়ার বিরুদ্ধে ব্যাট ধরলেন গাভাসকর

এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। বাকি ম্যাচ খেলা হবে পাকিস্তানের ৩টি জায়গায়। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে। এরপর আটদলীয় টুর্নামেন্টে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া।

cricket Cricket News World Cup Champions Trophy T20 Suryakumar Yadav Suresh Raina Suryakumar Yadav