/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/yan-law_copy_759x422.jpg)
আইলিগ শুরু হওয়ার আগেই বিপত্তি। নতুন বিতর্কে জড়িয়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব এবং মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ। কোভিড অতিমারীর পরে আইলিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হয়েছে।
তবে রবিবারই মহামেডান কোচ ইয়ান ল-কে ছেঁটে ফেলে। ক্লাব আধিকারিকদের সঙ্গে একান্ত চ্যাটের বিষয়বস্তু তিনি নাকি লিক করে দিচ্ছিলেন। এরপরে সাদা কালো ক্লাবের শীর্ষকর্তা ওয়াসিম আক্রম জানান, ক্লাবের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইয়ান ল-র বিরুদ্ধে যিনি পাঞ্জাব এফসি-র প্রাক্তন কোচ।
আরো পড়ুন: ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার নাবালক, জেরায় ভেঙে পড়ে স্বীকারোক্তি
মহামেডান কর্তা পিটিআইকে বলেন, "আমরা আমাদের কোচকে সঙ্গে সঙ্গেই ছেঁটে ফেলেছি। উনি একদমই টিম ম্যান নন। আমাদের সহকারী কোচ, গোলকিপার কোচ, ম্যানেজারের তরফে প্রতিদিন ওঁর নামে ভুড়ি ভুড়ি অভিযোগ জমা হচ্ছিল। আমাদের কথোপকথনের স্ক্রিনশট নিয়েও গোপনীয়তা লঙ্ঘন করেছেন। আমি আইনি পথে ব্যবস্থা নেব।"
???? OFFICIAL CLUB STATEMENT ????
The employment of Head Coach Yan Cheng Law with Mohammedan Sporting Club is terminated with immediate effect (Dated 11/10/2020)
We wish him the best for his future endeavours.
Regards,
Sk.Wasim Akram
General Secretary
Mohammedan Sporting Club. pic.twitter.com/DSo1dxXCUl— Mohammedan SC (@MohammedanSC) October 11, 2020
আইলিগের কোয়ালিফায়ারে আরা এফসির বিপক্ষে মহামেডান ৪-১ এ জেতে। তারপরেই ইয়ান ল টুইটারে নিজের পদত্যাগ ঘোষণা করেন। রবিবারই আবার বেশ কিছু প্রচারমাধ্যম রঞ্জিত বাজাজের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনে। রঞ্জিত বাজাজ আবার ইয়ান ল-র সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। মিনার্ভা পাঞ্জাবের কয়েকজন প্রাক্তন ফুটবলার বর্তমানে মহামেডানে খেলেন। তারাই রঞ্জিত বাজাজকে সুবিধা করে দিতে ম্যাচ গড়াপেটার আয়োজন করে বলে অভিযোগ। এমন ঘটনা চাউর হতেই বাজাজ আবার আইনি যুদ্ধের হুমকি দিয়েছেন।
????Official Statement????
I have resigned as the Head Coach of Mohammedan Sporting Club from the i-league Qualifiers 2020.
Best wishes to the Club for the remaining matches and their future in the i-league and ISL.#JaanJaanMohammedan
— Yan Law (@YanLawOfficial) October 11, 2020
টুইটারে বাজাজ লিখে দিয়েছেন, "অসত্য মিথ্যা অভিযোগ এনে মানহানি হওয়ায় আগামীকাল দীপেন্দু বিশ্বাস, ওয়াসিম আক্রম, মহামেডান এফসি, বাংলা সংবাদপত্র আজকালের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছি।"
As per legal advice a criminal & civil defamation case & FIR is being lodged tomorrow against Dipendu Biswas & Wasim Akram & @MohammedanSC & Bengali newspaper AAJKAL & YUVABHARTI u/s 499 IPC for making & spreading untrue,false & baseless allegations against me in print media ???????? pic.twitter.com/TnWTi8OK5f
— Ranjit Bajaj (@THE_RanjitBajaj) October 11, 2020
আইলিগের যোগ্যতা নির্ণায়ক পর্বে গারওয়ালের বিরুদ্ধে ১-০ জেতে মহামেডান। দ্বিতীয় ম্যাচেই আরা এফসির বিপক্ষে রবিবার ৪-১ জয় পায় সাদা কালো বাহিনী। কোচ ইয়ান ল পদত্যাগ করায় আপাতত মহামেডানের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ সাঈদ রামন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন