Duleep Trophy 2024, Sarfaraz Khan brother Musheer Khan, Sachin Tendulkar, 33 years: দলীপ ট্রফি ২০২৪-এ রীতিমতো তাণ্ডব চালিয়ে ৩৩ বছর পর শচীন তেণ্ডুলকারের বিশাল রেকর্ড ভাঙলেন মুশির খান। ইন্ডিয়া বি-এর হয়ে মুশির খান ৩৭৩ বলে ১৮১ রান করেছেন। এইভাবে তিনি দলীপ ট্রফিতে অভিষেকেই ব্যক্তিগত তৃতীয়-সর্বোচ্চ করলেন। এর আগে এই রেকর্ড ছিল শচীন তেণ্ডুলকারের। দলীপ ট্রফিতে অভিষেকে মুশির মাত্র ১৯ রানের ব্যবধানে ডাবল সেঞ্চুরি মিস করেছেন।
বর্তমানে দলীপ ট্রফি ২০২৪-এর প্রথম রাউন্ড চলছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুভমান গিল-এর নেতৃত্বাধীন ইন্ডিয়া এ এবং অভিমন্যু ঈশ্বরানের নেতৃত্বাধীন ইন্ডিয়া বি-এর মধ্যে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। লাইনআপে যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থের মত তারকারাও ছিলেন। তবে তরুণ ক্রিকেটার মুশির খানই দুর্দান্ত সেঞ্চুরি করে ইন্ডিয়া বি-এর যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। বছর ১৯-এর এই খেলোয়াড় শচীন তেণ্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন।
HUNDRED FOR MUSHEER KHAN...!!!!
— Batman 🦇 (@BatmanHoon_) September 5, 2024
- What a knock from the 19 year old against the Big Boys, India B were 94 for 7 and then Musheer smashed an unbelievable hundred, A knock to remember on his Debut at Chinnaswamy 🔥#DuleepTrophy #Musheerkhan
pic.twitter.com/2yir0UTy55
মুশির দলীপ ট্রফিতে অভিষেকেই যে তৃতীয়-সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করলেন, সেটা আগে শচীন তেণ্ডুলকারের দখলে ছিল। শচীন ১৯৯১ সালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলের হয়ে অভিষেকে ১৫৯ রান করেছিলেন। ম্যাচে মুশির খান ১৬টি চার ও ৫টি ছক্কা মারেন। বেশ আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছেন। স্পিনারদের বেধড়ক পিটিয়েছেন। এমনকী, কুলদীপ যাদবের বলও সহজেও মোকাবিলা করেছেন। যদিও, কুলদীপই শেষ হাসি হেসেছেন। কারণ, মুশিরের ব্যাট বাঁ-হাতি লেগ-স্পিনারের বলকেই আউট হওয়ার সময় রিয়ান পরাগের হাত তুলে দেয়।
আরও পড়ুন- বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবার KKR মেন্টর! গম্ভীরের চেয়ারে বসছেন ৪৭ হাজার রানের মালিক
দলীপ ট্রফিতে অভিষেকে ডাবল সেঞ্চুরির কাছে গেলেও মুশির ১৯ রানে তা মিস করেছেন। বাবা অপরাজিত একমাত্র কিশোর যিনি দলীপ ট্রফির ইতিহাসে অভিষেকে ডাবল সেঞ্চুরি করেছিলেন। দলীপ ট্রফিতে অভিষেকে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটাররা হলেন-
বাবা অপরাজিত- ২১২ | যশ ধুল্ল- ১৯৩ |
মুশির খান- ১৮১ | শচীন তেণ্ডুলকার- ১৫৯ |
ম্যাচে, মুশির খান নবদীপ সাইনির সঙ্গে অষ্টম উইকেটে ২০৫ রানের বিশাল জুটি গড়েন। এটি দলীপ ট্রফির ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি। মুশিরের এই পারফরম্যান্স তাঁর দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ম্যাচে ইন্ডিয়া বি-এর স্কোর একসময়ে ছিল ৭ উইকেটে ৯৪। মুশিরের অনবদ্য পারফরম্যান্সের দৌলতে সেটাই পৌঁছে যায় ৩২১ রানে।