Kumar Sangakkara, KKR, Gautam Gambhir: গত সিজনে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এই নিয়ে তিনবার আইপিএল খেতাব জিতেছে কেকেআর। তিনবার চ্যাম্পিয়ন করার নেপথ্যে রয়েছেন গৌতম গম্ভীর। দু-বার কেকেআরকে অধিনায়ক হিসেবে ট্রফি জিতিয়েছেন তিনি। আর তৃতীয়বার কেকেআর যখন শিরোপা জিতল, সেই সময় গম্ভীর মেন্টরের দায়িত্বে।
কেকেআরকে একদশক পর আইপিএল চ্যাম্পিয়ন করে নাইট শিবির ছেড়েছেন গৌতম গম্ভীর। এক সিজন আগেই দায়িত্ব নিয়ে নাইট শিবিরের ট্রফি খরা ঘুচিয়েছেন তারকা। বর্তমানে টিম ইন্ডিয়ার হেড কোচ তিনি। তিনি বলেই দিয়েছেন, দেশের কোচ হওয়ার থেকে বড় সম্মান আর কিছুই হতে পারে না।
তাঁর জায়গায় কেকেআর এবার মেন্টর করার জন্য ঝাঁপাল কুমার সাঙ্গাকারাকে। আইপিএলে যিনি বর্তমানে রাজস্থান রয়্যালসের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, কেকেআর নাকি ইতিমধ্যেই কুমার সাঙ্গাকারাকে মেন্টর করার প্রস্তাব দিয়েছে। ২০২১ থেকে রাজস্থান রয়্যালস শিবিরের ক্রিকেট ডিরেক্টরের পদে আসীন শ্রীলঙ্কার কিংবদন্তি। তবে রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর রাজস্থান রয়্যালসের সর্বেসর্বা হচ্ছেন। নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ।
এমন অবস্থায় সাঙ্গাকারাকে প্রস্তাব দিয়ে রাখল কেকেআর। তবে নাইটদের প্রস্তাবে তিনি সাড়া দেবেন কিনা, তা এখনও ঠিক নয়। দায়িত্ব নেবেন কিনা, সেটা ভবিষ্যৎই উত্তর দেবে।
আরও পড়ুন: ভারতের বিশ্বকাপজয়ী কোচকে গুরু বাছল নিউজিল্যান্ড! গর্বের সিংহাসনে ভারতীয় ক্রিকেট
নিজের ক্রিকেট কেরিয়ারে সাঙ্গাকারা ৪৭ হাজারেরও বেশি রান করেছেন। ২০১৫ ওয়ার্ল্ড কাপে তিনি টানা পাঁচটা শতরান করে বিশ্বরেকর্ড করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে রয়েছে ২৯,৯১১ রান। লিস্ট-এ এবং টি২০'তে তাঁর রানসংখ্যা যথাক্রমে ১৯৪৫৬ এবং ৬৯৩৭।
কেকেআরের বাকি কোচিং স্টাফ অপরিবর্তিত থাকছে। হেড কোচ হিসেবে রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত। বোলিং কোচ ভরত অরুণ। অভিষেক নায়ার গত সিজনে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি এখন গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের সদস্য। অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার।