Advertisment

Duleep Trophy 2024: রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে চরম অসভ্যতামো KKR তারকার! ফুঁসে উঠতে পারে জয় শাহের বোর্ড

Harshit Rana's controversial flying kiss to Ruturaj Gaikwad: হর্ষিত রানা বিতর্ক বাঁধিয়ে রুতুরাজ গায়কোয়াডকে আউট করে উড়ন্ত চুম্বন করে বসলেন, যা নিয়ে দলীপে শুরু বিতর্ক

author-image
IE Bangla Sports Desk
New Update
Duleep Trophy 2024, Harshit Rana Controversy, দলীপ ট্রফি ২০২৪, হর্ষিত রানা বিতর্ক,

Duleep Trophy 2024-Harshit Rana Controversy: হর্ষিত রানা আইপিএলে কেকেআরের হয়ে খেলেছেন। (ছবি- টুইটার)

Duleep Trophy 2024, Harshit Rana Controversy: আইপিএলে ব্যাটারকে আউট করার পর তাঁকে ফ্লাইং কিস দিতে দেখা গিয়েছিল। তার জেরে শাস্তির মুখে পড়েছিলেন কেকেআরের হর্ষিত রানা। তারপরও দেখা গেল দলীপ ট্রফিতে হর্ষিতের স্বভাবটা বদলায়নি। দুলীপ ট্রফিতে ঋতুরাজ গায়কোয়াড়কে আউট করার পর হর্ষিত রানাকে 'ফ্লাইং কিস' দিতে দেখা গেল। ২০২৪ সালের আইপিএলে কেকেআরের হয়ে ১৯ উইকেট নিয়ে হর্ষিত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন।

Advertisment

ভারত সি ৫ সেপ্টেম্বর, অনন্তপুরের গ্রামীণ উন্নয়ন ট্রাস্ট স্টেডিয়ামে দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে ভারত ডি-এর সামনে ১৬৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত সি-এর হয়ে ব্যাট করতে নেমেছিলেন ওপেনার রুতুরাজ গায়কওয়াড় ও সাই সুধারসন। ম্যাচে পেসার হর্ষিত রানার বোলিং প্রাণঘাতী হয়ে ওঠে। 

আইপিএল কমিটি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলায় সানরাইজার্স হায়দরাবাদের মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর উসকানিমূলক অঙ্গভঙ্গি প্রদর্শনের জন্য হর্ষিতকে তিরস্কার করেছিল। এরপর তিনি কেকেআর-এর হয়ে একটি চিত্তাকর্ষক আইপিএল এই বছর উপহার দিয়েছিলেন। দলীপ ট্রফিতেও দেখা গেল হর্ষিতের সেই পারফরম্যান্স অব্যাহত। পাঁচটি ডেলিভারির ব্যবধানে তিনি গায়কোয়াড় ও সুধারসনকে আউট করেছেন।

ইন্ডিয়া সি অধিনায়ক সুধারসন ১৬ বলে মাত্র একটি বাউন্ডারিতে ৭ রান করেন। হর্ষিতের বলে একটি ডেলিভারি উইকেটরক্ষক শ্রীকর ভরতের হাতে তুলে দেন এবং সপ্তম ওভারের চতুর্থ ডেলিভারিতে ফিরে যান। সপ্তম ওভারের চতুর্থ ডেলিভারিতে ডানহাতি ব্যাটার ভরতের হাতে ধরা পড়ায় গায়কোয়াড়কেও একই ধরনের আউটের শিকার হতে হয়েছে।

আরও পড়ুন- বল হাতে নাটকীয় ম্যাজিক রিঙ্কুর, একই ওভারে ৩ উইকেট, নাইট তারকার ঘূর্ণিতে কাহিল প্রতিপক্ষ

ডান-হাতি পেসার হর্ষিত এবছর কেকেআর-এর হয়ে দুর্দান্ত খেলেছেন। তিনি আইপিএল ২০২৪-এ নিজেকে দলের সম্পদ বলে প্রমাণ করেছেন। ১৩টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন। যা KKR-এর জন্য যৌথ সর্বোচ্চ উইকেট শিকার। তিনি ১৭তম আইপিএল সংস্করণের চতুর্থ-সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন। ডেথ ওভারে ৯.৮৫ বোলিং এর ইকোনমি রেট ছিল হর্ষিতের। তাছাড়া, তাঁর সামগ্রিক ইকোনমি রেট ছিল ৯.০৮ এবং তাঁর গড় ছিল ২০.১৫।

KKR Cricket News Ruturaj Gaikwad Duleep Trophy Harshit Rana
Advertisment