Rishabh Pant in Duleep Trophy: ইন্ডিয়া-বি দলের হয়ে দলীপ ট্রফিতে খেলতে নেমেছেন। আর ব্যাট হাতে নেমেই তান্ডব শুরু করলেন ঋষভ পন্থ। চার-ছক্কায় কাঁপিয়ে দিলেন মাঠ। যা দেখে আসন্ন বাংলাদেশ সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকার ট্রফির আগে স্বস্তিতে নির্বাচকরা।
প্রথম ইনিংসে মাত্র ৭ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। তবে ইন্ডিয়া বি দলকে ইন্ডিয়া-এ দলের বিরুদ্ধে ম্যাচে ফিরিয়ে আনেন ৩৪ বলে অর্ধশতরান করে। তনুষ কোটিয়ানের বলে আউট হওয়ার আগে পন্থের ব্যাট থেকে বেরোয় ৪৭ বলে ৬১ রানের ধামাকা ইনিংস।
আরও পড়ুন: কানপুরে পা রাখলেই কড়কে দেওয়া হবে বাংলাদেশ দলকে! মুশফিক-সাকিবদের চরম হুমকি ভারতীয় সংগঠনের
দু-বছর পর প্ৰথম শ্রেণির ক্রিকেটে খেলতে নেমে পন্থ নয়টা বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি হাঁকান। আবেশ খান, খলিল আহমেদকে চূর্ণ করে নিজের দুরন্ত ইনিংসের সূচনা করেছিলেন পন্থ। ২১তম ওভারে পন্থ চড়াও হন জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদবের ওপর। তারকা স্পিনারকে সেই ওভারে একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান।
50 for Rishabh Pant! 👌
— BCCI Domestic (@BCCIdomestic) September 7, 2024
He brings it up off just 34 balls 🔥#DuleepTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/eQyu38DTlt pic.twitter.com/OPSfsvFhqI
ঘটনাচক্রে ঋষভ পন্থ শেষবার যখন ২০২২-এ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। সেই সময় সামনে ছিল বাংলাদেশ সিরিজ। এবারেও একই সিরিজের আগে প্ৰথম শ্রেণির ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল তারকার। সেই বছরেই শেষের দিকে প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তারপর দীর্ঘদিন ফিটনেসের কারণে বাইরে ছিলেন।
Rishabh pant taking revenge from khaleel 😎 pic.twitter.com/ckfxvNErg6
— PantMP4. (@indianspirit070) September 7, 2024
Rishabh Pant vs Kuldeep Yadav 🔥 pic.twitter.com/zbsBbnkJlF
— PantMP4. (@indianspirit070) September 7, 2024
Spidey Rishabh Pant is back in red ball cricket and back with scoring runs.
— Sujeet Suman (@sujeetsuman1991) September 7, 2024
Made brilliant 61 of 47 balls, his form is very crucial before going into BGT, Good to see him scoring runs, the way he used to be.pic.twitter.com/T6jX2l5yPu
চলতি বছরের শুরুতেই পন্থ ক্রিকেটে প্রত্যাবর্তন করেন আইপিএলের মাধ্যমে। তারপর টি২০ ওয়ার্ল্ড কাপে অংশ নেন টিম ইন্ডিয়ার হয়ে। দলীপে প্ৰথম রাউন্ডের ম্যাচের শেষেই বাংলাদেশ সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। সেই স্কোয়াডে পন্থের থাকা একপ্রকার নিশ্চিত।
তৃতীয় দিনের শেষে ইন্ডিয়া-এ পেসারদের সামনে পন্থ-সরফরাজ দলের হয়ে ত্রাতা হয়ে দাঁড়ান। দুজনে মিলে দলকে ১৫০/৬-এ পৌঁছে দেন। ইন্ডিয়া-এ'কে ২৩১ রানে অলআউট করে দেওয়ার পর ইন্ডিয়া-বি ৯০ রানের লিড নিয়েছিল। এখনও পর্যন্ত ইন্ডিয়া-বি দল এগিয়ে রয়েছে ২৩১ রানে।