India vs Bangladesh test series: ১৯ সেপ্টেম্বর থেকে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হয়ে যাচ্ছে। প্ৰথম টেস্ট হবে চেন্নাইয়ে। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্টের আসর বসবে। তবে বাংলাদেশ ভারতে পা দেওয়ার আগে থেকেই সিরিজের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হল।
ভারতের দক্ষিণপন্থী সংগঠন হিন্দু মহাসভা ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে কানপুরে পা রাখলেই বাংলাদেশ দলের উদ্দেশ্যে প্রতিবাদ চালু করতে চলেছে তাঁরা। এমন হুমকির মুখে দ্বিতীয় টেস্টের ভেন্যুও বদলের কথা ভাবতে শুরু করেছে বিসিসিআই।
একাধিক জাতীয় প্রচারমাধ্যমে বোর্ডের সূত্র জানিয়েছে, দ্বিতীয় টেস্টের ভেন্যু বদলের বিষয়টি ভাবনাচিন্তার স্তরে রয়েছে বোর্ডের। যদিও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: IPL-এ এলে ১৩০ টাকাও পাবে না! বাবরকে লজ্জার চুনকালি মাখিয়ে বিস্ফোরক মন্তব্য ইউটিউবারের
বাংলাদেশের অবস্থা ভয়াবহ। শেখা হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আসার পর থেকে সে দেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে। পাশাপাশি, বাংলাদেশে বেছে বেছে সংখ্যালঘু শিক্ষক এবং আধিকারিকদের জোরপূর্বক ইস্তফা দিতে বাধ্য করার অভিযোগও উঠে এসেছে। এই সংক্রান্ত একাধিক ভিডিও ও মিডিয়া রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
এমন প্রেক্ষিতেই আসন্ন সফররত বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠনটি। হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "হিন্দুদের বাংলাদেশে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মন্দির ভাঙচুর করা হচ্ছে। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে কানপুরে ভারত-বাংলাদেশ ম্যাচে বিক্ষোভ প্রদর্শন করা হবে।" প্রসঙ্গত, এর আগে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ টি২০ ম্যাচেও বিরোধিতা করেছিল হিন্দু মহাসভা।
এদিকে, ভারত বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নামার পূর্ণ শক্তির দলই নামাবে, এমনটাই সূত্রের খবর। দলীপে কোহলি, রোহিত, বুমরা বাদে প্ৰথম সারির সমস্ত তারকাই খেলছেন। বাংলাদেশও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিকভাবে ২-০ জিতে এসেছে। এবার ভারতকেও হারাতে বদ্ধপরিকর নাজমুল শান্তর দল।