তিন সপ্তাহ প্রাক মরশুম প্রস্তুতির পর শনিবার ২০২২-২৩ সিজনে ডুরান্ড কাপ অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। যুবভারতীতে ডুরান্ড কাপের প্ৰথম ম্যাচেই কোচ হুয়ান ফেরান্দো ব্রিগেডের সামনে রাজস্থান ইউনাইটেড।
চলতি সপ্তাহে শেষ তিনদিন ক্লোজড ডোর অনুশীলন করেছে এটিকে মোহনবাগান। প্ৰথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী বাগানের স্প্যানিশ কোচ।
এটিকে মোহনবাগান মিডিয়ার সামনে ম্যাচের আগে কোচ ফেরান্দো জানিয়ে দিলেন রাজস্থান আইলিগের দল হলেও মোটেই হালকাভাবে নিচ্ছেন না তাঁরা। রাজস্থানের পুরোনো ম্যাচের ভিডিও দেখে প্রস্তুতি নিয়েছেন তিনি। ম্যাচের আগের সকালে অনুশীলনের পরে তিনি জানিয়ে এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে জানিয়ে দিলেন, "ডুরান্ড কাপ একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। শনিবার সেই টুর্নামেন্টেই প্ৰথম ম্যাচে নামছি আমরা। যাদের সঙ্গে আমাদের প্ৰথম খেলা সেই রাজস্থান ইউনাইটেডের বেশ কয়েকটি ম্যাচ আমরা দেখেছি। আইলিগের দল হলেও যথেষ্ট ভালো দল। যে কোনও প্রতিযোগিতার প্ৰথম ম্যাচ সবসময় কঠিন হয়। সেই জন্যই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন: একসঙ্গে চার ক্যাপ্টেন ATKMB-তে! জন্মদিনে বাগানের তরফে বেনজির উপহার পোগবাকে
এটিকে মোহনবাগানের গ্রুপ এবার কার্যত গ্রুপ অফ ডেথ। গ্রুপ বি-তে এটিকে মোহনবাগানের সঙ্গেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান নেভি, রাজস্থান ইউনাইটেড,মুম্বই সিটি এফসি। এমন অবস্থায় বাস্তব সমীকরণ স্বীকার করে নিয়ে স্প্যানিশ কোচ বলছেন, "কঠিন গ্রুপে পড়েছি আমরা। পরের পর্বে যেতে হলে নূন্যতম ৫-৬ পয়েন্ট লাগবেই। আমাদের লক্ষ্য থাকছে গ্রুপের চারটে ম্যাচেই জেতা। ডার্বি নিয়ে এখন থেকেই ভাবছি না আমরা। লিগে সবসময় ম্যাচ ধরে ধরে এগোতে হয়। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা।"
এখনও প্ৰথম ম্যাচের চার বিদেশি ঠিক করেননি। এমনটাই জানালেন হুয়ান। তাঁর বক্তব্য, "এটিকে মোহনবাগানে এবার বিদেশি ছাড়াও বেশ কয়েকজন নতুন ফুটবলার এসেছেন। দলের পাঁচ বিদেশিই ফিট এবং নামার জন্য তৈরি। ম্যাচের সকালে চার বিদেশি ঠিক করব আমরা। যে ভালো ফর্মে থাকবে, তাঁকেই সুযোগ দেওয়া হবে।"
আরও পড়ুন: ইস্টবেঙ্গল সাড়াই দিল না, বাধ্য হয়ে সই ATKMB-তে! রাতারাতি দলবদলে বিষ্ফোরক নজরকাড়া তারকা
গতবার এফসি গোয়ার হয়ে ডুরান্ড জয়ের স্বাদ পেয়েছিলেন। এবার সেই কীর্তি অর্জন করতে চান সবুজ মেরুন কোচের জোব্বা গায়ে। গোয়ার পর এটিকে মোহনবাগানের হয়েও এবার ডুরান্ড কাপ জিতলে অনন্য নজির স্থাপন করবেন তিনি। তাই তিনি বলছেন, "এবারে আমাদের দল গতবারের তুলনায় শক্তিশালী। প্রাক মরসুমের প্রস্তুতি ভালোই হয়েছে। একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। বৃষ্টির কারণে চেন্নাইয়িনের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ ভেস্তে না গেলেই ভালো হত। সকলকে সেক্ষেত্রে আরও ভালোভাবে পরখ করে নিতে পারতাম। ফুটবলাররা সকলেই মনোযোগী ছিলেন।"
"যা শেখানোর চেষ্টা করেছি, সকলেই মনোযোগ দিয়ে শেখার চেষ্টা চালিয়েছে। এবার আমাদের মাঠে প্রমাণের পালা। আশা করছি আমাদের খেলা সকলকে আনন্দ দেবে, মেরিনার্সদের গর্বিত করবে। গতবার ডুরান্ড জিতেছিলাম অন্য ক্লাবের কোচ হিসেবে। এবার এটিকে মোহনবাগানের হয়ে ডুরান্ড জিততে চাই।"