Advertisment

একসঙ্গে চার ক্যাপ্টেন ATKMB-তে! জন্মদিনে বাগানের তরফে বেনজির উপহার পোগবাকে

ডার্বির ঠিক আগেই কোচ হুয়ান ফেরান্দো এটিকে মোহনবাগান শিবিরের চার ক্যাপ্টেন বেছে ফেললেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শনিবার ডুরান্ড কাপ অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। তার আগে আসন্ন আইএসএল সহ সমস্ত টুর্নামেন্টের জন্য চার অধিনায়ক বেছে নিলেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। সেই সঙ্গে ডুরান্ডের স্কোয়াডই ঘোষণা করে দিল সবুজ মেরুন শিবির।

Advertisment

অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই বিদেশি, দুই স্বদেশিকে। স্বদেশিদের মধ্যে প্রীতম কোটাল, শুভাশিস বোসকে যেমন ক্যাপ্টেন রাখা হয়েছে। তেমন জনি কাউকো এবং নবাগত ফ্লোরেন্তিন পোগবাও দলের নেতৃত্বভার সামলাবেন।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল সাড়াই দিল না, বাধ্য হয়ে সই ATKMB-তে! রাতারাতি দলবদলে বিষ্ফোরক নজরকাড়া তারকা

চলতি দলবদলের বাজারে এটিকে মোহনবাগান সবথেকে বড় চমক দিয়েছিল বিখ্যাত পল পোগবার দাদা ফ্লোরেন্তিনকে সই করিয়ে। এবারই সবুজ মেরুন জার্সিতে আত্মপ্রকাশ ঘটবে তারকার। শুক্রবারই জন্মদিন ছিল তারকার। অনুশীলনের পর অধিনায়ক হিসেবে পোগবার নাম ঘোষণা করা হয়। জন্মদিনে এরকম 'উপহার' পেয়ে আপ্লুত সুপারস্টার।

কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে অংশ নেওয়া গোলকিপার দেবনাথ মন্ডলকেও ডুরান্ড স্কোয়াডে রাখা হয়েছে।

আরও পড়ুন: বাগানের বেঞ্চারিফা যোগ দিলেন নতুন ক্লাবে! সেরা লিগে দলকে তোলাই আপাতত চ্যালেঞ্জ করিমের

ডুরান্ডের জন্য এটিকে মোহনবাগান স্কোয়াড:
গোলকিপার: বিশাল কাইথ, আর্শ আনোয়ার, অভিলাস পাল, দেবনাথ মন্ডল
ডিফেন্ডার: ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বোস, দীপক টাংরি, সুমিত রাঠি, রবি রানা
মিডিও: জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমাস, প্রণয় হালদার, লেনি রদ্রিগেজ, লালরিনলিনা হামতে, অভিষেক সূর্যবংশী, রিকি সাবং, এনসন সিং
ফরোয়ার্ড: লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, আশিক কুরুনিয়ান, কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লা

atk-mohun-bagan Mohunbagan Durand Cup ATK Mohun Bagan Indian Football Kolkata Football
Advertisment