Champions Trophy tickets: চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট চাই? সহজেই পান ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ

How to book Champions Trophy match tickets: ২৩ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের টিকিট চাইলে আপনিও সহজেই পেতে পারেন।

How to book Champions Trophy match tickets: ২৩ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের টিকিট চাইলে আপনিও সহজেই পেতে পারেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
এনকাউন্টারে নিহত গ্যাংস্টার বিকাশ-ডন হত্য়ায় সোচ্চার বিরোধীরা-এশিয়ার বৃহত্তম সৌর প্রকল্পের উদ্বোধন মোদীর-পাকিস্তানকে তুলোধনা ভারতের

India-Pakistan: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। (ফাইল ছবি)

How to book Champions Trophy match tickets: ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের টিকিট পাওয়ার জন্য অনেকেই চেষ্টা চালাচ্ছেন। ২৩ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। খুব সহজেই কিন্তু, দর্শকরা এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট পেতে পারেন। এজন্য তাঁদের নির্দিষ্ট পদ্ধতি মানতে হবে। যা অনেকেই জানেন না। 

Advertisment

চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রির দ্রুততম আপডেট পেতে, দর্শকদের নির্দিষ্ট লিংকে ক্লিক করতে হবে। তাঁদের নাম, ইমেল ঠিকানা, যোগাযোগ নম্বর, জন্ম তারিখ, কোন দেশে থাকেন,  প্রিয় দল কোনটা, ওই লিংকে ফর্মের মত আছে, সেখানে লিখতে হবে। সমস্ত বিবরণ পূরণ করার পরে নির্দিষ্ট শর্তাবলিতে সম্মত হতে হবে। তবেই টিকিট আপডেটের জন্য নাম নথিভুক্ত করা যাবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোর জন্য টিকিটের দাম জানিয়েছে। সাধারণ এনক্লোজারের জন্য দাম শুরু হয়েছে ৬২০ টাকা থেকে। গ্যালারির টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৭,৭৫০ টাকা। পাকিস্তানের বাইরের ম্যাচের টিকিটের দাম তুলনামূলক কম। সাধারণ এনক্লোজারের জন্য দাম শুরু হয়েছে ৩১০ টাকা থেকে। করাচি স্টেডিয়ামে সর্বোচ্চ মূল্যের গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৫,৫৮০ টাকা।

Advertisment

এখনও অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বাজারে ছাড়া হয়নি। নিরাপত্তার কারণে বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। এরপর একমাস ধরে আলোচনার পর বিসিসিআই এবং পিসিবি একটি সিদ্ধান্তে পৌঁছয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, খেলা হবে হাইব্রিড মডেলে। এই সিদ্ধান্ত লাগু থাকবে ২০২৭ সাল পর্যন্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী ভারত আর পাকিস্তানের মধ্যে কোনও ম্যাচ ভারত বা পাকিস্তানে খেলা হবে না। বরং হবে কোনও নিরপেক্ষ জায়গায়।

আরও পড়ুন- করুণ কেন দলে নেই? রোহিতদের দল গোছানো নিয়ে আগরকরদের তুলোধনা হরভজনের

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ২৩ ফেব্রুয়ারির ম্যাচটাই যেমন হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে ভারতের সব ম্যাচই দুবাইতে হবে। ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালে ওঠে, তবে ভারতের সেমিফাইনাল এবং ফাইনাল- ম্যাচগুলোও দুবাইতেই হবে। আর উঠতে না পারলে, সেমিফাইনাল এবং ফাইনাল হবে পাকিস্তানে।

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team Team-India Team India