Advertisment

বিশ্বমঞ্চে 'সোনার' দৌড়ে দেশের হয়ে ইতিহাস দ্যুতির

বিশ্বমঞ্চে ফের দ্যুতি চাঁদের 'সোনার' দৌড়। ন্যাপলসে ৩০ তম সামার ইউনিভার্সিটি গেমসে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস লিখলেন দ্য়ুতি। মঙ্গলবার ইতালিতে ১০০ মিটার দৌড়াতে দ্য়ুতি সময় নিলেন ১১.৩২ সেকেন্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Dutee Chand wins historic 100-metre gold

বিশ্বমঞ্চে 'সোনার' দৌড়ে দেশের হয়ে ইতিহাস দ্যুতির

বিশ্বমঞ্চে ফের দ্যুতি চাঁদের 'সোনার' দৌড়। ন্যাপলসে ৩০ তম সামার ইউনিভার্সিটি গেমসে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস লিখলেন দ্য়ুতি। মঙ্গলবার ইতালিতে ১০০ মিটার দৌড়াতে দ্য়ুতি সময় নিলেন ১১.৩২ সেকেন্ড।

Advertisment

চলতি মিটে এটা ভারতের প্রথম সোনার পদক। একই সঙ্গে এই প্রথমবার একজন ভারতীয় হিসেবে দ্য়ুতি এই ইভেন্ট থেকে সোনা জয়ের নজির গড়লেন। কোনও ভারতীয় অতীতে এই ইভেন্টের ১০০ মিটার ফাইনালে কোয়ালিফাইও করতে পারেনি। যা করে দেখালেন ওড়িষার বছর তেইশের মেয়ে।

আরও পড়ুন: ঘরের মেয়েকেই বিয়ে করতে চাইছেন দ্যুতি, সমকামী সম্পর্কে নয়া বিস্ফোরণ মায়ের

জয়ের পর ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বললেন দ্যুতি। তিনি জানান, "ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেসমে ভারতের প্রথম মেয়ে হিসেবে সোনা জিততে পেরে খুশি হয়েছি। আমি এই পদক উৎসর্গ করছি কেআইআইটি বিশ্ববিদ্য়ালয়কে, এখানকার প্রতিষ্ঠাতা ও অধ্য়াপক সামন্তজি আমার খারাপ সময় পাশে ছিলেন। ওড়িষার মানুষ ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।" দ্যুতি গত এপ্রিলে দোহায় ১০০ মিটারে ১১.২৬ সেকেন্ডে শেষ করার নজির গড়েছিলেন। এই মরসুমে এটাই ছিল তাঁর ব্য়ক্তিগত সেরা ট্র্যাক রেকর্ড। দ্যুতি দু'বারের এশিয়ান চ্যাম্পিয়ন। ১০০ মিটারে রয়েছে তাঁর জাতীয় রেকর্ড। 

Advertisment