New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/11/3QN5sV8g2hfJ2mhVycHy.jpg)
AFC-East Bengal: এএফসি লিগে খেলতে গিয়ে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল। (ছবি- ইস্টবেঙ্গল এফসি)
AFC-East Bengal: এএফসি লিগে খেলতে গিয়ে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল। (ছবি- ইস্টবেঙ্গল এফসি)
East Bengal Coach Bruzon Confident Ahead of AFC Quarter-Final in Turkmenistan!: বুধবার আর্কাদাগের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন। এএফসি চ্যালেঞ্জ লিগ ম্যাচের আগে এই সাংবাদিক বৈঠকে দলের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ইস্টবেঙ্গল কোচ। তিনি স্বীকার করেছেন যে, ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্স সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, যার ফলেই সমর্থকদের মধ্যে ক্ষোভ জন্মেছে। ব্রুজো বলেন, 'ইস্টবেঙ্গল এখন যে অবস্থায় রয়েছে, তাতে কেউই খুশি নয়। আমি জানি, আমাদের সমর্থকদের জন্য এটি খুবই কষ্টের সময়। তবে, আমি চাই যে তাঁরা আমাদের পাশে থাকুক।'
তুর্কমেনিস্তানের এই দল মাত্র দু'বছর আগে তৈরি হয়েছে। কিন্তু, তার মধ্যেই দু'বার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর্কাদাগ। একবার সুপার কাপও জিতেছে। এই দলে একঝাঁক জাতীয় দলের ফুটবলার আছেন। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার কিন্তু, আত্মবিশ্বাসী। তিনি বলেন, 'আমাদের দল এখন ভালো মোমেন্টামে রয়েছে। আশা করি, এই ধারাবাহিকতা বুধবারের ম্যাচে বজায় থাকবে।'
এতেই না থেমে অস্কার বলেন, 'এই মরশুমে আমরা কিছু সমস্যায় পড়েছিলাম। চোটের জন্য কয়েকবার ফর্মেশন বদলাতে হয়েছে। তবে, দল এখন ভালো জায়গায় আছে। এই ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারই খেলার মত অবস্থায় আছে। সবাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে এখন মাঠে নামার জন্য মুখিয়ে।' গত ৫ মার্চ যুবভারতীতে এই আর্কাদাগের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে গুরবানোভের গোলে আর্কাদাগ ১-০ ব্যবধানে জিতেছে। এটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, আর আর্কাদাগের হোম ম্যাচ। এই ম্যাচে ইস্টবেঙ্গল বেশি ব্যবধানে জিততে পারলে তাদের সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। সেখানে কুয়েতের আল-আরবি বা ওমানের আল-সাইব দলের মুখোমুখি হতে হবে ইস্টবেঙ্গলকে।
আরও পড়ুন- শাহরুখের নামেই যেটুকু সুবিধা, বাকিটা হাহাকার! তুর্কমেনিস্তানে ইস্টবেঙ্গলের অনুশীলনে চরম হতাশা
তবে, শেষ পর্যন্ত কী হবে, তা নিয়ে ইস্টবেঙ্গল কোচও রীতিমতো চিন্তায়। মঙ্গলবার তিনি বলেন, 'এখন বেশি কথা বলার সময় না। কী করতে হবে খেলোয়াড়রা জানেন। আমরা প্রস্তুত। জেতার জন্য আপ্রাণ লড়াই করব।' এর আগে ইস্টবেঙ্গল আর্কাদাগের বিরুদ্ধে নিম্নমানের ব্যবস্থাপনার অভিযোগ করেছে। তবে, শাহরুখ খানের ভক্ত তুর্কমেনিস্তানের অনেকেই। সেই শাহরুখের নাম ভাঙিয়ে কিছুটা সুবিধা আদায় হয়েছে। একদিনের মধ্যেই অপেক্ষাকৃত ভালো পরিষেবা পেয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু, সেটা যথেষ্ট নয় বলেই দাবি ইস্টবেঙ্গল কর্তাদের।