Shahrukh’s Name Sparks Excitement, But East Bengal Faces Training Woes: রবিবারই এএফসি কাপের ম্যাচ খেলতে তুর্কমেনিস্তানে আর্কাদাগের হোটেলে পৌঁছেছে ইস্টবেঙ্গল দল। আর, তারপর থেকেই তারা লাগাতার বঞ্চনার শিকার হয়ে চলেছে। এমনটাই অভিযোগ ইস্টবেঙ্গলের। খাবার থেকে জল, সবকিছুতেই তাঁরা অব্যবস্থার শিকার বলে অভিযোগ করেছেন ইস্টবেঙ্গলের কর্তারা। তার মধ্যেই বলিউডের অভিনেতা শাহরুখ খানের নামে কিছুটা হলেও সমস্যা দূর হয়েছে। শাহরুখ খান যে ইস্টবেঙ্গলের লাইফ মেম্বার, একথা জানার পর কিছুটা হলেও অব্যবস্থা দূর করেছেন আর্কাদাদের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লোকজন। এমনটাই দাবি ইস্টবেঙ্গল কর্তাদের।
তুর্কমেনিস্তানের লোকজনের একটা বড় অংশ অন্ধ শাহরুখ ভক্ত। তাঁদের প্রিয় নায়ক ভারতের ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য, এটা আর্কাদাগের কাছে একটা বড় ব্যাপার। আর, সেই কারণেই, লাল-হলুদ দলের প্রতি উদ্যোক্তাদের ব্যবহারটাও কিছুটা হলেও পালটে গিয়েছে। হোটেলে ইউটিউব বন্ধ। তবে, ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা যখন লাঞ্চ বা ডিনার করতে যাচ্ছেন, তখন ডাইনিং হলে বিশেষ ভাবে বাজানো হচ্ছে বলিউডের বাদশা সিনেমার বিভিন্ন গান। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে দেওয়া খাবারের গুণগত মানও নাকি রবিবারের থেকে সোমবারে বেড়েছে।
ইস্টবেঙ্গল সূত্রে খবর, তবে সব সমস্যা এখনও মেটেনি। বাথরুমে জলের সমস্যাটা যেমন পুরোদমে আছে। পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে। রাতে পাসপোর্ট ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা দেয়নি। তবে, আগের চেয়ে তুলনামূলক ভালো আচরণ করা হচ্ছে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের সঙ্গে।
রবিবার বিকেলে এএফসির ঠিক করে দেওয়া সূচি মেনেই আলটাইন আসিরের মাঠে অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। এই মাঠ অনুশীলনের অনুপযুক্ত বলেই ইস্টবেঙ্গল কর্তাদের অভিযোগ। পুরো নাকি খাটালের মত মাঠ। অনুশীলন করতে গেলে যে কোনও মুহূর্তে বড় চোট লাগার সম্ভাবনা। তাই পা বাঁচিয়ে কোনওমতে অনুশীলন সেরেছেন খেলোয়াড়রা। সব ফুটবলার সোমবার অবধি পৌঁছননি। বুধবার ম্যাচ। তাই সব ফুটবলারদের নিয়ে, মঙ্গলবার চূড়ান্ত প্রস্তুতি সারার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাঁর দাবি, এত প্রতিকূলতার মধ্যে জয় পাওয়া কঠিন। তারপরও তাঁরা বুধবার জিততে চান। ওই ম্যাচে তুর্কমেনিস্তানের দলকে হারাতে পারলে, সেটা হবে ইস্টবেঙ্গলের কাছে বিরাট ব্যাপার।
আরও পড়ুন- নিষেধাজ্ঞা প্রত্যাহার সরকারের, কুস্তি ফেডারেশনের নিয়ন্ত্রণ ব্রিজ ভূষণের ঘনিষ্ঠর দখলে
তবে, সেই বড় ব্যাপারটা না হওয়ার সম্ভাবনাই প্রবল। যুবভারতীতে ঘরের মাঠেই আর্কাদাগ ইস্টবেঙ্গলকে নিয়ে যেভাবে ছেলেখেলা করেছে, তাতে আর্কাদাগের মাটিতে গিয়ে ইস্টবেঙ্গলের যে কী হাল হতে পারে, তা ভেবেই শিউড়ে উঠছেন সমর্থকদের একাংশ।