Oscar Bruzon Squad Overhaul: কেরালা ব্লাস্টার্সের কাছে লজ্জার হারে সুপার কাপ (Super Cup) থেকে ছিটকে যাওয়ার পর ইস্টবেঙ্গলে (East Bengal) এখন হাওয়া গরম। হেড কোচ অস্কার ব্রুজো রাগে-ক্ষোভে টিমের খোলনলচে বদলের ডাক দিয়েছেন। তার মানে আগামী মরশুমের জন্য এখন থেকেই কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ কোচ। এবং তার প্রথম খাঁড়া নামতে চলেছে দলের বিদেশি ফুটবলারদের উপর। একজনকে ইতিমধ্যেই বিদায় করেছে ইস্টবেঙ্গল। এবার আরও ৪ বিদেশিকে তাড়ানোর ভাবনায় লাল-হলুদ শিবির।
এমনতিই মরশুম শেষ হয়ে গিয়েছে। তাই নতুন করে আর চুক্তি হচ্ছে না সাউল ক্রেসপো, হেক্টর ইউস্তে, মেসি বাউলি এবং রিচার্ড সেলিসের। এই চারজনই হতাশ করেছেন এই মরশুমে। তাও ক্রেসপো, মেসিরা চেষ্টা করেছিলেন। কিন্তু রিচার্ড সেলিস একেবারেই অপদার্থতার প্রমাণ দিয়েছেন। এদিকে, গ্রিক ফুটবলার দিয়ামান্তাকোসকে রেখে দিতে বাধ্য হচ্ছে ইস্টবেঙ্গল। কারণ, ক্লাবের সঙ্গে তাঁর দুবছরের চুক্তি রয়েছে।
একইরকম মাদি তালালকেও ছাড়তে পারছে না ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গেও ২ বছরের চুক্তি। চোটের কারণে এই মরশুমে অর্ধেকের বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। অস্ত্রোপচারের ফলে আরও মাস ছয়েক তাঁকে পাবে না ইস্টবেঙ্গল। কিন্তু চুক্তির কারণে ক্লাব তাঁকে বয়ে বেড়াবে বলে খবর।
আরও পড়ুন 'এই হারের দায় আমার...', ইস্টবেঙ্গল বিদায়ে 'লজ্জিত' অস্কার
কেরালার কাছে লজ্জার আত্মসমর্পণের পর দলের বিদেশিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন ব্রুজো। বলেন, 'কেরালার ফুটবলাররা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল। সেকেন্ড বলের জন্য ঝাঁপাচ্ছিল। একে অপরকে সাহায্য করছিল। সেখানে আমাদের ফুটবলারদের মধ্যে সেই ইচ্ছাটুকুও ছিল না। এই অভ্যাসের জন্য পরের মরশুমে টিমের খোলনলচে পাল্টে ফেলা দরকার।'
কিছুদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। প্রথম ক্লেইটনের সঙ্গে কোচের ঝামেলা। পরে ক্লেইটনের বিদায়। তার পর ফিজিও আলভারেজকেও তাড়ায় ক্লাব। আইএসএলের প্লে-অফে খেলার গঙ্গাপ্রাপ্তি হওয়ার পর টিমটিমে আশা ছিল সুপার কাপ। কিন্তু সেখানেও ডাহা ফেল ব্রুজোর ছাত্ররা। এবার আরও চার বিদেশিকে দরজা দেখানো হচ্ছে। যদিও এই পরিবর্তন কতটা সাফল্য দেবে তা সময়ই বলবে।