Oscar Bruzon Press Conference: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের (East Bengal) দুঃসময় যেন কিছুতেই কাটতে চাইছে না। একে তো ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) তারা ৯ নম্বরে যাত্রা শেষ করে। তার উপরে চলতি সুপার কাপ (Kalinga Super Cup 2025) থেকেও তারা ছিটকে গিয়েছে।
রবিবার (২০ এপ্রিল) টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ গোলে পরাজিত হয়। আর সেইসঙ্গে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যে ঐতিহাসিক কলকাতা ডার্বির স্বপ্ন দেখা হচ্ছিল, সেই আশাও একেবারে ধূলিস্যাৎ হয়ে যায়।
East Bengal Super Cup exit: লজ্জার আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের
ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠক করতে আসেন ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁ। বৈঠকের শুরুতেই তিনি এই হারের দায় নিজের কাঁধে তুলে নেন। আর সেইসঙ্গে জানিয়ে দেন যে দলের সাম্প্রতিক পারফরম্য়ান্স নিয়ে তিনি অত্যন্ত লজ্জিত। মশালবাহিনীর স্প্যানিশ কোচ বললেন, 'আজ সুপার কাপের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি যে পারফরম্য়ান্স করেছে, তা সত্যিই হতাশাজনক। এই পরাজয়ের সম্পূর্ণ দায় আমি গ্রহণ করছি। সত্যি কথা বলতে কী, এই ইস্টবেঙ্গল দল আমরা কোনওদিন চাইনি।'
East Bengal FC: শুরু হচ্ছে সুপার কাপ, কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স মহারণ?
কোন জায়গায় ম্য়াচটা হারল ইস্টবেঙ্গল?
কার্যত হতাশ গলায় অস্কার ব্রুজোঁ বললেন, 'আজ কেরালা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের থেকে ভাল খেলেছে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পজিশনে। ওদের ফুটবলারদের মধ্যে একটা আলাদা খিদে ছিল। প্রত্যেকটা সেকেন্ড বল ওরা উইন করেছে। কেরালার ফুটবলাররা খুব দ্রুত আমাদের টেক্কা দিচ্ছিল। আমরা শুধুমাত্র দর্শক হয়েই দাঁড়িয়ে ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ম্য়াচটা দেখেই গেলাম।'
East Bengal: লাল-হলুদে তুমুল অশান্তি, ক্লেইটনের পর এবার ফিজিওকে তাড়াল ইস্টবেঙ্গল
ওই সাংবাদিক বৈঠকে অস্কারকে প্রশ্ন করা হয় যে কোন জায়গায় ইস্টবেঙ্গলের উন্নতি দরকার রয়েছে। জবাবে ব্রুজোঁ যা বললেন, তা শুনে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। ইস্টবেঙ্গল কোচের কথায়, 'আমাদের অ্যাটিচিউডে কোনও সমস্যা নেই। কিন্তু, ম্য়াচের গুরুত্বপূর্ণ সময়ে আমাদের থেকে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে কেরালা এফসি। নিজেদের মধ্যে ছোট-ছোট পাস খেলে ম্য়াচটা নিজেদের দখলে আনার চেষ্টা করেছে। প্রথম গোলটা খাওয়ার পর আমাদের মনোবল একেবারে ভেঙে পড়েছিল। আর দ্বিতীয় গোলের পর আমরা জেতার আশাটাই ছেড়ে দিয়েছিলাম। কেরালা যত উপরের দিকে উঠেছে, আমরা হতাশার অন্ধকারে ডুবে গিয়েছি। আজ আমাদের দল ধারে-ভারে অনেকটাই পিছিয়ে ছিল।'
Cleiton Silva East Bengal: কোচের সঙ্গে ঝামেলা করে বিতর্কে, শেষমেশ তারকা ফুটবলারকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল
কথা বলতে বলতেই অস্কারের সুরে যথেষ্ট বিরক্তি ফুটে উঠছিল। তিনি বললেন, 'এই ম্য়াচ যত সামনের দিকে এগিয়েছে, আমরা ততই পিছিয়ে পড়েছি। আমাদের পারফরম্য়ান্স খারাপ থেকে খারাপতর হয়েছে। দলকে এই কঠিন পরিস্থিতি থেকে কীভাবে উদ্ধার করব, সেই সমাধান সূত্র আজ আমার কাছে নেই। সেকারণে আমি যথেষ্ট হতাশ।'