/indian-express-bangla/media/media_files/2025/06/17/JFC3uuzVmJipFENuO9or.jpg)
উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal FC: আগামী মরশুমের জন্য ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে লাল-হলুদ সমর্থকদের জন্য একটা বড় খবর সামনে এসেছে। আগামী মরশুমেও লাল-হলুদ জার্সিতেই খেলতে দেখা যাবে গ্রিক ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos)। দিমিকে নিয়ে লাল-হলুদ সমর্থকরা ইতিমধ্যে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। একদল বলছেন, আরও একটি মরশুম এই গ্রিক ফুটবলারকে সুযোগ দেওয়া হোক। তবে সমর্থকদের একাংশ মনে করছেন, দিয়ামান্তাকোস আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলের বোঝা হয়ে উঠতে পারেন।
২০২৩-২৪ মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন দিয়ামান্তাকোস। এমনকী, সোনার বুটও জিতেছিলেন তিনি। এমন একজন ফুটবলারকে সই করানোর পর লাল-হলুদ সমর্থকদের মধ্য়ে উচ্ছ্বাসের বন্যা দেখতে পাওয়া গিয়েছিল। সকলেই ভেবেছিলেন, দিমি হয়ত ইস্টবেঙ্গলের ভাগ্য বদলাতে পারবেন।
East Bengal FC News: মেসিকে ছেড়ে আদৌ ঠিক করল ইস্টবেঙ্গল? কর্তাদের সিদ্ধান্তে একাধিক প্রশ্ন
কারণ, ইন্ডিয়ান সুপার লিগে পা রাখার পর থেকে সাফল্য অধরাই রয়েছে মশালবাহিনীর। পড়শি ক্লাব মোহনবাগান যখন ২ বার লিগ শিল্ড জয়ের পাশাপাশি জোড়া ট্রফি জয় করে ফেলেছে, সেখানে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত সুপার সিক্সে উঠতেই পারেনি। সেই জায়গায় দাঁড়িয়েই লাল-হলুদ সমর্থকরা মনে করেছিলেন যে অস্কার-দিয়ামান্তাকোস জুটি হয়ত দলের কাঙ্খিত সাফল্য় আনতে পারবে।
কিন্তু সেই কল্পনা যে নেহাতই আকাশ-কুসুম ছিল, তা মরশুম শেষেই স্পষ্ট হয়ে গিয়েছে। ২০২৪-২৫ আইএসএল লিগ টেবিলে ৯ নম্বরে অভিযান শেষ করে ইস্টবেঙ্গল ব্রিগেড। সেইসঙ্গে দিয়ামান্তাকোসের পারফরম্য়ান্স সমর্থকদের বিরক্তির পারদ বাড়িয়ে দিয়েছে।
আর্থিক চুক্তির কারণে দিয়ামান্তাকোসকে ছাড়তে পারেনি ইস্টবেঙ্গল
আশা করা হয়েছিল, এই মরশুমে হয়ত দিমিকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। বদলে সই করাতে পারে কোনও তারকা বিদেশি স্ট্রাইকারকে। কিন্তু, চুক্তি সমস্যার কারণে দিয়ামান্তাকোসকে ছাড়তে পারেনি ইস্টবেঙ্গল। কারণ চুক্তি ভেঙে দিয়ামান্তাকোসকে ছাড়তে হলে ইস্টবেঙ্গলকে যে পরিমাণ টাকা ইস্টবেঙ্গলকে দিতে হত, তার পরিমাণ অনেকটাই বেশি। সেকারণে আগামী মরশুমেও দিয়ামান্তাকোসকে বয়ে বেড়ানো ছাড়া লাল-হলুদ ম্য়ানেজমেন্টের কাছে অন্য কোনও রাস্তা খোলা নেই।
তবে এবার শোনা যাচ্ছে, দিয়ামান্তাকোসের পাশে আরও একজন বিদেশি স্ট্রাইকারকে দেখতে পাওয়া যেতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে। শোনা যাচ্ছে, কোনও আফ্রিকান কিংবা লাতিন আমেরিকার স্ট্রাইকারের উপরও নাকি নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই গোটা বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে। শেষপর্যন্ত কী হয়, সেটাই দেখার।