Advertisment

ইস্টবেঙ্গলের হয়ে I league, ISL খেলা তারকাকে তুলে নিল মহামেডান! কলকাতার ছেলে ফিরল শহরেই

গত মরশুমে আইলিগে শ্রীনিধি ডেকানের হয়ে খেলতে দেখা গিয়েছিল। সেই সামাদ আলি মল্লিক এবার যোগ দিলেন মহামেডানে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দল বদলের বাজারে ইস্টবেঙ্গল, মোহনবাগান অনেকটাই ধীরে চলো নীতি নিয়েছে। ইস্টবেঙ্গলে এখনও নতুন বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি পর্ব চূড়ান্ত হয়নি। এগ্রিমেন্টে সই না হলে দলবদলের গতি আসবে না। তবে মহামেডান আইলিগের জন্য একের পর এক ফুটবলারকে সই করিয়ে চলেছে। মার্কাস জোসেফের মত তারকাকে যেমন ধরে রেখেছে সাদা-কালো ব্রিগেড, তেমনই ফজলুরহমান, আজাহার, রিপনকে সই করিয়েছে রেড রোডের ধারের ঐতিহ্যবাহী ক্লাব।

Advertisment

বুধবার বড়সড় ঘোষণায় এবাট মহামেডান জানিয়ে দিল আসন্ন মরশুমে সামাদ আলি মল্লিককে তাঁদের জার্সিতে খেলতে দেখা যাবে। ইস্টবেঙ্গলের প্রাক্তন সাইড ব্যাককে তুলে নিয়ে বড়সড় চমক দিল মহামেডান।

আরও পড়ুন: ‘রিমুভ ATK’, ‘ব্রেক দ্য মার্জার’ নিয়ে বড় মন্তব্য কৃষ্ণের! হঠাৎই বাগান সমর্থকদের রোষের মুখে

আইলিগে ইস্টবেঙ্গলের জার্সিতে যেমন খেলেছেন তেমন আইএসএলেও সামাদ খেলেছেন লাল-হলুদের হয়ে। আইএসএলে প্ৰথম মরশুমে ইস্টবেঙ্গলের স্কোয়াডে থাকলেও রবি ফাউলার একটা ম্যাচে নামাননি তারকাকে। শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে আইএসএল স্কোয়াডে রাখা হয় তারকাকে। তবে সামাদ অনুশীলনে মোটেই প্রভাবিত করতে পারেননি ফাউলারকে। তাই মরশুমের মাঝপথেই ছেড়ে দেওয়া হয় তারকাকে।

গত মরশুমে ইস্টবেঙ্গল রিলিজ করে দেওয়ার পরে সামাদ প্ৰথমে রাউন্ডগ্লাস পাঞ্জাব, তারপরে শ্রীনিধি ডেকান দলে খেলছিলেন। জানা যাচ্ছে, গত মরশুমে দু বছরের চুক্তিতে শ্রীনিধি ডেকান দলে যোগ দিয়েছিলেন তিনি। তবে আইলিগে অভিষেককারী ক্লাবের হয়ে তিনটের বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। চুক্তির এখনও এক বছর বাকি থাকলেও সামাদ শ্রীনিধির সঙ্গে পারস্পরিক সহমতের ভিত্তিতে ক্লাব ছেড়ে মহামেডানে যোগ দিতে মনস্থির করেন।

আরও পড়ুন: মাঠে বল গড়ানোর আগেই ক্লাব ছাড়লেন কোচ! অভিষেকের ডায়মন্ডে বেনজির বিতর্ক

আইলিগে মোট ৪৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সামাদের। এর মধ্যে ইস্টবেঙ্গলের হয়েই খেলেছেন ৩৫টি ম্যাচ। দীর্ঘদিন লাল হলুদে খেলার সূত্রে সামাদ ইস্টবেঙ্গলের ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন।

সেই সামাদকেই এবার তুলে নিল মহামেডান। ইস্টবেঙ্গলে খেলার আগে সামাদ রেনবো দলের হয়ে খেলে নজর কেড়েছিলেন। তারপরেই ইস্টবেঙ্গল সই করায় প্রতিশ্রুতিমান রাইট ব্যাককে। আইলিগে সামাদের অভিষেক ঘটেছিল স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে জেতে।

মহামেডানে বাঙ্কারহিল গোষ্ঠী সরে গিয়ে আসছে নতুন ইনভেস্টর। নতুন গোষ্ঠীর লক্ষ্য আইএসএল খেলা। তার আগেই দুরন্ত স্কোয়াড গড়ে আইএসএলে খেলার সলতে পাকিয়ে রাখছে মহামেডান।

Indian Football Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment