শনিবার ধুন্ধুমার ডার্বিতে যুবভারতীতে মুখোমুখি হচ্ছে সেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। অক্টোবরের প্ৰথম ডার্বিতে বাগানের কাছে মাঠে বিধ্বস্ত হয়েছিল ইস্টবেঙ্গল। মাঠের বাইরেও ঝড় বয়ে গিয়েছিল। ম্যাচ চলাকালীন গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইস্টবেঙ্গল অন্তপ্রাণ জয়শঙ্কর সাহা।
ফিরতি ডার্বিতে বাগানের মুখোমুখি হওয়ার আগে এবার জয়শঙ্কর সাহাকে বেনজিরভাবে স্মরণ করল ইস্টবেঙ্গলের চিরপরিচিত ফ্যান ক্লাব ইবিআরপি।
বাগুইহাটি নিবাসী শঙ্কর সাহার পরিবারের হাতে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফে তুলে দেওয়া হল ৩ লক্ষ ২৫ হাজার টাকার জীবন বীমা পলিসি। অকালে ময়দানের চিরচেনা মুখ ছেড়ে গিয়েছে ফুটবলের চেনা গ্যালারি। লাল-হলুদে হৃদয় রাঙানো ৩৮ বছরের সমর্থক রেখে গিয়েছেন স্ত্রী সহ একরত্তি কন্যাকে।
এমন অবস্থায় মুশকিল আসান হয়ে এগিয়ে এল ইবিআরপি। ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত থাকা রবিশঙ্কর সেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, "এর আগেও EBRP পরিবারের পক্ষ থেকে প্রয়াত অলীপ চক্রবর্তীর পরিবারের পাশে দাঁড়ানো থেকে দুর্ঘটনার আহত ইস্টবেঙ্গল সমর্থক রনি, অথবা ময়দানি সমর্থকদের হাতে আক্রান্ত হওয়া ইস্টবেঙ্গল সমর্থক অনির্বাণ কংসবণিকের চিকিৎসা পরবর্তী বিপুল খরচের নূন্যতম দায়ভার বহন করে নিজেদের দায়বদ্ধতা পালন করার চেষ্টা করে গিয়েছি। সেভাবেই, এবারও আমরা চেষ্টা করছি একই ভাবে এই কঠিন সময়ে জয়শঙ্কর বাবুর পরিবারের পাশে দাঁড়ানোর।"
জয়শঙ্কর বাবুর পরিবারের কথা ভেবে ক্রাউডফান্ডিংয়ের উদ্যোগ চালু করে ইবিআরপি। তারপরেই বাকি লাল হলুদ সমর্থকরা নিজেদের সাধ্যমত দান করেন। তারপরেই মাত্র ১২০ ঘন্টার মধ্যে তহবিলে জমা পড়ে ৩ লক্ষ ২৫ হাজার টাকা।
আরও পড়ুন: কলকাতায় চাকরি গেল মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করা কোচের! কাশ্মীরি সুপারস্টার এবার হেড কোচ
এই টাকারই জীবনবিমা করিয়ে দুঃস্বপ্নের ক্ষতে কিছুটা প্রলেপ লাগানো হল ইবিআরপি ফ্যান ক্লাবের তরফে। ফ্যান ক্লাবের তরফে জানানো হয়েছে, প্রয়াত জয়শঙ্কর বাবুর স্ত্রী তপতী সাহা বছরে ২১ হাজার টাকা পাবেন। তপতী দেবীর অবর্তমানে তাঁদের কন্যা এককালীন বোনাস সহ ৩ লক্ষ ২৫ হাজার টাকা পাবে।
সবমিলিয়ে ডার্বির আগেই এমন মহৎ উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে ময়দানি ফুটবল মহল।