দুর্গাপূজার চতুর্থীতে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি উদ্বোধন হয়েছে। ২৪ ঘন্টাও হয়নি। কসবা রাজডাঙ্গা নব উদয় ক্লাবের পুজো প্যান্ডেল সংলগ্ন মঞ্চে নতুন জার্সি উন্মোচনের মঞ্চেই শুরু হয়ে গেল বিতর্ক।
ইস্টবেঙ্গল হোম, এওয়ে এবং নিউট্রাল তিন ধরণের জার্সি প্রকাশ করার সঙ্গেই দেখা যায় অনলাইন সংবাদ মাধ্যম 1XBAT Sporting Lines-এর লোগো একদম মাঝখানে। ইস্টবেঙ্গল ক্লাবের মূল স্পন্সর হিসাবে যোগ দিয়েছে এই সংস্থাটি। তারই ফলস্বরূপ লাল-হলুদ জার্সির একদম কেন্দ্রে এই কোম্পানির লোগো। সংশ্লিস্ট মহলের ব্যাখ্যা, অনলাইন নিউজ সংস্থা আসলে বেটিং কোম্পানি 1XBET-এর সহযোগী সংস্থা।
আরও পড়ুন: ISL-এ কোচিং করানো বিদেশি তারকার আচমকা মৃত্যু! লিগ শুরুর আগেই শোকের ছায়া টুর্নামেন্টে
এতেই আপত্তি ইস্টবেঙ্গল সমর্থকদের। অনেকেই দাবি করছেন ঐতিহ্যবাহী ক্লাবের জার্সিতে কেন বেটিং কোম্পানির ছোঁয়াচ থাকবে! অবিলম্বে বেটিং কোম্পানিট লোগো সরিয়ে দিক লাল-হলুদ ম্যানেজমেন্ট।
তবে অনেক ইস্টবেঙ্গল সমর্থকের পাল্টা দাবি, গোটা ক্রীড়া বিশ্বে বেটিং ব্যবসা রীতিমত আইনি স্বীকৃত। সময়ের দাবি মেনে ইস্টবেঙ্গলের জার্সিতে বেটিং কোম্পানির লোগোয় ঐতিহ্য মোটেই ক্ষুন্ন হয়নি।
জার্সি উদ্বোধন অনুষ্ঠান ছিল চাঁদের হাঁট। হাজির ছিলেন ইমামী গ্রুপের ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল, মন্ত্রী জাভেদ খান, স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সরকার, ডাক্তার শান্তি রঞ্জন দাশগুপ্ত, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় ও পৌলোমী ঘটক। উদ্বোধন হয় তিন সেট জার্সির।
হোম ম্যাচের জার্সি পরে মঞ্চে উপস্থিত হয়েছিলেন সৌভিক চক্রবর্তী। তাঁর সঙ্গেই মঞ্চে দেখা যায় প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্যকে। আওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সি প্রকাশ্যে আনেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ক্লেইটন সিলভা। তাঁর সঙ্গে প্রাক্তনী হিসাবে মঞ্চে ওঠেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। অনুশীলনের জার্সি প্রকাশ করেন ভিপি সুহের। সুহেরের সঙ্গে মঞ্চে প্রাক্তনী হিসাবে উপস্থিত থাকতে দেখা যায় পাঁজিকে।
আরও পড়ুন: কলকাতায় পা রাখছে ‘লাল-হলুদ’ Man U! পুজোর আগে বিশাল ঘোষণায় হৈচৈ রোনাল্ডোদের
এছাড়াও জার্সি উন্মোচন মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান, ক্লাব শীর্ষ কর্তা দেবব্রত সরকার, কোচ স্টিফেন কনস্টানটাইন এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সকলকেই সংবর্ধিত করা হয়।
জার্সি উদ্বোধন অনুষ্ঠানের শেষে রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাল হলুদের ফুটবলাররা।
ঘটনা হল, জাঁকজমকে জার্সি উন্মোচনের পরেই নতুন বিতর্কের ছোঁয়া। কিছুদিন আগেই সপ্তক ঘোষকে নিয়ে বিদ্রোহ করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। শেষমেশ মিডিয়া ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন সপ্তক। এবারে পরিস্থিতি কীভাবে সামলায় ইস্টবেঙ্গল শিবির, সেটাই দেখার।