/indian-express-bangla/media/media_files/2025/06/22/anwar-ali-2025-06-22-13-07-56.jpg)
ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলির বিকৃত এবং আসল ছবি
East Bengal FC: আনোয়ার আলি। বিতর্ক যেন ইস্টবেঙ্গল এফসি'র এই তরুণ ফুটবলারের পিছু ছাড়তে চায় না। গত মরশুমে আনোয়ার (Anwar Ali) আচমকাই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সঙ্গে ৫ বছরের চুক্তি ভেঙে লাল-হলুদ শিবিরে যোগ দিয়েছিলেন। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। দিল্লি হাইকোর্টের নির্দেশে আনোয়ারের কেরিয়ার প্রায় শেষ হতে বসেছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই শাস্তির উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।
ইতিমধ্যে ফের একবার বিতর্কের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন আনোয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন আনোয়ার আলি। বলার অপেক্ষা রাখে না, এই ছবিটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে।
We knew ATKmbSGFC fans are racist. But they are also vile, unsporting, and anti-national. Look at this person very, very carefully. He has since deleted this tweet. But we strongly suggest you report this profile to @KolkataPolice.
— প্রবাসে ইস্টবেঙ্গল - Probashe East Bengal ❤️💛 (@ProbasheEB) June 19, 2025
(1/2) pic.twitter.com/9OeVXiRVlB
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আনোয়ারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ছবিটা পোস্ট করা হয়েছিল। 'ক্যানবিসাগ্নিক' নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটা শেয়ার করা হয়। আসলে, ইস্টবেঙ্গল এফসি'তে যোগ দেওয়ার পর আনোয়ার লাল-হলুদ জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছিলেন। হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। সেই ছবিটাই বিকৃত করে আনোয়ারের গায়ে পাকিস্তানের জার্সি পরিয়ে দেওয়া হয়েছে।
উঠতে শুরু করেছে প্রতিবাদের ঝড়
ছবিটা ভাইরাল হওয়ার পর থেকেই লাল-হলুদ সমর্থকরা বেজায় রেগে গিয়েছেন। অনেকে তো আবার এই পোস্টটি নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে কলকাতা পুলিশকে ট্যাগও করেছেন। পাশাপাশি ট্যাগ করা হয়েছে মিনার্ভা পঞ্জাব এফসি-র মালিক রঞ্জিত বাজাজকেও। রঞ্জিত বাজাজ গোটা ব্যাপারটা অত্যন্ত সিরিয়াসলি গ্রহণ করেন। তিনি ২২ ঘণ্টার মধ্যে ওই পোস্ট মুছে ফেলার নির্দেশ দেন। হুমকি দেন, যদি ওই পোস্ট মুছে ফেলা না হয়, তাহলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলকে আর পায় কে! মোহনবাগানের 'ঘরের ছেলে'কে নিতে ঝাঁপাল লাল-হলুদ
মুছে ফেলা হয়েছে মূল পোস্টটি
অবস্থা বেগতিক দেখে ইতিমধ্যেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে 'ক্যানবিসাগ্নিক' নামের ওই টুইটার অ্যাকাউন্ট থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। যদিও এই ব্যাপারে আনোয়ার কিংবা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।