New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/21/east-bengal-vs-mohun-bagan-2-2025-06-21-15-26-58.jpg)
মোহনবাগান প্রাক্তনীর দিকে হাত বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
East Bengal FC 2025: আগামী মরশুমের জন্য দলগঠনের কাজ জোরকদমে শুরু করেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে তারা একাধিক ফুটবলারকে প্রস্তাব দিয়েছে। সেই তালিকায় আরও একটি নাম এবার যুক্ত হল।
মোহনবাগান প্রাক্তনীর দিকে হাত বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
East Bengal FC: নতুন মরশুমের (ISL 2025-26) জন্য দলগঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal vs Mohun Bagan)। শোনা যাচ্ছে, এবার নাকি যে কোনও মূল্যে তারা সাফল্য চায়। আর সেকারণে ম্য়ানেজমেন্ট ভাল ফুটবলার সই করাতে কোনও আর্থিক কার্পণ্য করছে না। ইতিমধ্যে শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানেরই (Mohun Bagan Super Giant) এক প্রাক্তনীকে মশালবাহিনীতে যোগ দেওয়ার জন্য অফার করেছে। কে সেই ফুটবলার? আসুন, সবিস্তারে জেনে নেওয়া যাক।
আসলে কলকাতা ময়দানে যে ফুটবলারকে নিয়ে ইতিমধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে, তিনি আর কেউ নন; মোহনবাগান সুপার জায়ান্টেরই প্রাক্তন রাইট ব্যাক আশুতোষ মেহতা (Ashutosh Mehta)। সূত্রের খবর, মুম্বইয়ের এই ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল ইতিমধ্যে দড়ি টানাটানি শুরু করে দিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালের ৬ জুলাই এই ভারতীয় ফুটবলারকে সই করিয়েছিল মোহনবাগান। কিন্তু, চুক্তির মেয়াদ দীর্ঘস্থায়ী হয়নি। ২০২২ সালের ১৫ মে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালেই ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন ৩৪ বছর বয়সি এই ভারতীয় ফুটবলার।
যাইহোক শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগই নয়, আই-লিগেও (২০১৯-২০) সবুজ-মেরুন জার্সিতে খেলেছিলেন। এছাড়া ২০১৭-১৮ মরশুমে তিনি অ্যাটলেটিকো ডি কলকাতার হয়েও খেলেছিলেন। বর্তমানে জামশেদপুর এফসির হয়ে খেলছেন আশুতোষ। লাল-হলুদ ম্য়ানেজমেন্ট শেষপর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি পাকা করতে পারে কি না, এখন সেটাই দেখার।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র সাফল্যের ঝুলি একেবারেই শূন্য। খেতাব জয় তো অনেক দুরের কথা, সামান্য সুপার সিক্সের যোগ্যতাই তারা অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে ম্যানেজমেন্টের উপর লাল-হলুদ সমর্থকদের ক্ষোভ যে ক্রমশ বাড়ছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আপাতত ইস্টবেঙ্গল এফসি-র সামনে সাফল্য ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই। উল্টে কাটা ঘায়ে আবার নুনের ছিটে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে তারা ২ বার আইএসএল খেতাব জয় করে ফেলেছে। সবমিলিয়ে মশাল বাহিনীর আগুন যে আপাতত ঠাণ্ডা হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে।