/indian-express-bangla/media/media_files/2025/05/29/y9j6O6ziF31Fv6KZMTdF.jpg)
East Bengal Transfer News: একজন স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে ইস্টবেঙ্গলের
East Bengal Transfer Update: দলবদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পড়শি ক্লাব মোহনবাগান (Mohun Bagan Super Giants) যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, সেইসময় ঘর গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। এবার যে খবর সামনে আসছে, তা সত্যি হলে সামনের মরশুমে ইস্টবেঙ্গলকে রোখে কার সাধ্যি! ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে বাম্পার ট্রান্সফার আপডেট এসেছে সামনে।
গত মরশুমটা একেবারেই ভাল যায়নি শতাব্দী প্রাচীন ক্লাবের। ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ (ISL), এএফসি চ্যালেঞ্জ লিগ এবং শেষে সুপার কাপে লাল-হলুদ ফুটবলারদের পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের। কিন্তু গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে সামনের সিজনের জন্য দুরন্ত মেজাজে তৈরি হচ্ছে মশাল ব্রিগেড। সাফল্যের জন্য যা যা দরকার সবই করছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। সেই জন্যই তুখোড় ফুটবলারদের সই করাচ্ছে লাল-হলুদ শিবির।
আরও পড়ুন ময়দান কাঁপানো ফুটবলারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল! মাথায় হাত লাল-হলুদ সমর্থকদের
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রজ়ো এবং হেড অফ ফুটবলা থাংবোই সিংটো জুটি এবার কোমর বেঁধে ক্লাবকে সাফল্যের সরণিতে ফিরিয়ে আনতে মরিয়া। সেইমতো তাঁদের কথাতেই নতুন ফুটবলারদের সই করাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। এর মধ্যেই বড় ট্রান্সফার আপডেট সামনে এসেছে। লাল-হলুদ শিবিরের নজরে এবার বিদেশি ফুটবলারদের মধ্যে বড় নাম। সূত্রের খবর, এক স্প্যানিশ ফুটবলারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-তে খেলা সেই ফুটবলার এমনিতেই বেশ জনপ্রিয় আইএসএলে। এবার তাঁর গায়ে লাল-হলুদ জার্সি উঠতে চলেছে বলে খবর।
/indian-express-bangla/media/media_files/2025/06/11/blBmn2BNM5Sw1T6ERghW.jpg)
যা জানা যাচ্ছে, বেঙ্গালুরু এফসি-র হয়ে গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করা আলবার্তো নগুয়েরাকে দল নিতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর হয়ে গত সিজনে ৫টি গোল করেছেন নগুয়েরা। ৪টি গুরুতূপূর্ণ অ্যাসিস্ট এসেছে তাঁর পা থেকে। ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এই ক্ষুরধার স্প্যানিশ ফুটবলার। তাঁকে তাই সই করাতে মরিয়া ইস্টবেঙ্গল।
আরও পড়ুন ছিলেন বিপক্ষের ডিফেন্সের ত্রাস, ইস্টবেঙ্গলের 'প্রাণভ্রমরা' এখন কোথায়, কী করছেন?
যদিও লাল-হলুদ ব্রিগেডের তরফে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, নগুয়েরাকে মনে ধরেছে ইস্টবেঙ্গল কর্তাদের। মাঝমাঠে তাঁর মতোই একজন প্লে-মেকার ফুটবলার চাইছেন কোচ ব্রুজ়ো এবং হেড অফ ফুটবল সিংটো। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যদি খবর সত্যি হয়, তাহলে খুব শীঘ্রই নগুয়েরার গায়ে উঠতে চলেছে লাল-হলুদ জার্সি। আর তার পর ইস্টবেঙ্গলের কামব্যাক তখন হবে স্রেফ সময়ের অপেক্ষা।
আরও পড়ুন ছিলেন ইস্টবেঙ্গলের 'নয়ন মণি', ২ বারের সোনার বুট জয়ী, লাল-হলুদ তারকা এখন কোথায়?