/indian-express-bangla/media/media_files/2025/06/03/81ru1wrfnNo1WjGdRsIS.jpg)
প্রীতম কোটাল জানালেন ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে অফার দিয়েছিল
ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। প্রতি বছরই লাল-হলুদ সমর্থকরা একরাশ আশা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু খেতাব জয় তো দুরে থাক, এখনও পর্যন্ত তারা সুপার সিক্সের যোগ্যতাই অর্জন করতে পারেনি। ব্যাপারটা নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন ইস্টবেঙ্গল কর্তারাও। ইতিমধ্যে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) প্রাক্তন ফুটবলার প্রীতম কোটালের (Pritam Kotal) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে গত বছরই তাঁকে খেলার জন্য অফার দেওয়া হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত তিনি লাল-হলুদ জার্সিতে খেলেননি। কিন্তু, কেন? কী কারণ রয়েছে এই সিদ্ধান্তের পিছনে? সেটাও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।
East Bengal FC News: ইস্টবেঙ্গলে এবার ISL চ্যাম্পিয়ন ফুটবলার, আহ্লাদে আটখানা লাল-হলুদ সমর্থকরা
একটা সময় মোহনবাগান রক্ষণে অন্যতম শক্তিশালী স্তম্ভ ছিলেন প্রীতম কোটাল। ২০১৩-১৪ মরশুমে পৈলান অ্যারোজ ছেড়ে তিনি সবুজ-মেরুন ব্রিগেডে। সালগাঁওকারের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস। ২০১৭-১৮ মরশুমে তিনি দিল্লি ডায়নামোজ দলে যোগ দিয়েছিলেন বটে, তবে এটিকে-র হাত ধরে আবারও মোহনবাগানে ফিরে আসেন। ২০২৩-২৫ মরশুম কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলার পর, চলতি বছর চেন্নাইন এফসি'তে যোগ দিয়েছেন প্রীতম।
East Bengal FC News: লাল-হলুদ ফ্যানদের জন্য বড় খবর! ISL জয়ী তারকা ইস্টবেঙ্গলে আসতেই বিরাট পদক্ষেপ
রেভ স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে প্রীতম কোটাল বলেছেন, 'সত্যি কথা বলতে কী, আমি এত বছর ধরে কলকাতা ময়দানে খেলছি। তবে গত বছরই নীতুদা (দেবব্রত সরকার) আমাকে ফোন করেছিলেন। মরশুম শুরু হওয়ার আগে ফোন করে জানতে চেয়েছিলেন যে আমার চুক্তি আপাতত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি গোটা বিষয়টা আলোচনা করেছিলাম। সেইসময় মোহনবাগানও আমার সঙ্গে অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল। মাঝখানে একটা কথা উঠছিল যে আমি মোহনবাগানে আবারও যোগ দিতে পারি। সেটা একেবারেই সত্যি ছিল। তবে বিভিন্ন কারণে সেই কথাবার্তা আর খুব বেশিদুর এগোয়নি। ওই সময়ই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছিল। তারপর আর কথাবার্তা খুব বেশিদুর এগোয়নি।'
দেখে নিন সেই ভিডিও:
Pritam Kotal : "Last year Nitu Da called me and asked about my contract conditions. At that time Mohun Bagan was also in talks with me. It was true that I was coming to Mohun Bagan at that time but somehow it didn't materialize at the end"pic.twitter.com/bINJOyi1rc
— Mohun Bagan Hub (@MohunBaganHub) June 2, 2025
এরপর তাঁকে প্রশ্ন করা হয়, মোহনবাগান আবারও যদি খেলার প্রস্তাব দেয়, তাহলে কি সেটা গ্রহণ করবেন? জবাবে প্রীতম কোটাল বললেন, 'মোহনবাগানের থেকে খেলার প্রস্তাব এলে কে'ই বা আর সেটা হাতছাড়া করতে চাইবে? মোহনবাগান ক্লাব থেকেই আমার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল। এই ক্লাবের জার্সিতে আমি আই-লিগ, ফেড কাপ জয় করেছিল। তবে এখনও পর্যন্ত কোনও অফার আসেনি। ফলে এই বিষয়টা নিয়ে কথা বলে কোনও লাভ নেই।'