/indian-express-bangla/media/media_files/2025/05/29/y9j6O6ziF31Fv6KZMTdF.jpg)
East Bengal Transfer News: তিন তারকা বিদেশিকে শেষপর্যন্ত ছেড়েই দিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব
East Bengal FC Transfer Update: সুপার কাপে লজ্জাজনক হারের পরই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাতেই শেষপর্যন্ত সিলমোহর পড়ল। এই মরশুমে জঘন্য পারফরম্যান্সের পর তিন তারকা বিদেশিকে শেষপর্যন্ত ছেড়েই দিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। গত ২২ এপ্রিল খবর প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায়। কোচ অস্কার ব্রুজ়ো (Oscar Bruzon) এবং হেড অফ ফুটবল থাংবই সিংটোর পরামর্শে ইস্টবেঙ্গল কর্তারা সাড়া জাগানো তিন তারকা বিদেশিকে ছেড়ে দিল।
কেরালা ব্লাস্টার্সের কাছে লজ্জার হারে সুপার কাপ (Super Cup) থেকে ছিটকে যাওয়ার পর ইস্টবেঙ্গলে (East Bengal) বিদেশিদের নিয়ে ক্ষোভ জন্মায়। হেড কোচ অস্কার ব্রুজো রাগে-ক্ষোভে টিমের খোলনলচে বদলের ডাক দিয়েছিবেন। আগামী মরশুমের জন্য এখন থেকেই কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন স্প্যানিশ কোচ। এবং তার প্রথম খাঁড়া নামতে চলেছিল দলের বিদেশি ফুটবলারদের উপর। সেইমতো তিন তারকা বিদেশিকে তাড়াল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন বাঘের মতো ফিরবে ইস্টবেঙ্গল! লাল-হলুদে আসছেন ISL কাঁপানো স্প্যানিশ তারকা
নতুন করে আর চুক্তি হচ্ছে না হেক্টর ইউস্তে, মেসি বাউলি (Raphael Messi Bouli) এবং রিচার্ড সেলিসের (Richard Celis)। এই তিনজনই এই মরশুমে হতাশ করেছেন নিজেদের জঘন্য পারফরম্যান্স দিয়ে। রিচার্ড সেলিস একেবারেই অপদার্থতার প্রমাণ দিয়েছেন। ডিফেন্সে বার বার প্রতি ম্যাচে ব্যর্থ হয়েছেন মোহনবাগানের হয়ে আইএসএল জেতা ডিফেন্ডার হেক্টর ইউস্তে। আর অনেক সাড়া জাগিয়ে মেসি বাউলিকে দলে আনলেও তিনি দাগ কাটতে ব্যর্থ। বড় ম্যাচের জন্য তিনি মোটেই ইস্টবেঙ্গলের ভরসার পাত্র হতে পারেননি।
মজার বিষয়, এই মরশুমে কোনও বিদেশিই আশাপ্রদ ফল করতে পারেননি। দিয়ামান্তাকোস, মাদি তালাল থেকে শুরু করে মেসি বাউলি পর্যন্ত। কেউ-ই লাল-হলুদ জনতার মুখে হাসি ফোটাতে পারেননি। তাই সুপার কাপ থেকে বিদায়ের পর পরই এঁদেরও বিদায় ঘণ্টা বেজে যায় ক্লাব থেকে। এঁদের বিকল্প খোঁজা শুরু হয়ে যায়। ইতিমধ্যেই ৮ বিদেশি ফুটবলারকে নিয়ে আইএসএল-এ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে অস্কার ব্রুজ়োর ব্রিগেড। সেই পরিকল্পনায় খাপ খাচ্ছিলেন না মেসি বাউলি, ইউস্তে এবং সেলিসরা।
🚨 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 🚨
— East Bengal FC (@eastbengal_fc) June 12, 2025
The club would like to thank Hector Yuste, Richard Celis and Raphael Messi Bouli for their services. We wish them the best in their future endeavours. 🔴🟡
[Thank You Hector, Thank You Celis, Thank You Messi B.] pic.twitter.com/oP8oLJU1Ep
আরও পড়ুন ময়দান কাঁপানো ফুটবলারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল! মাথায় হাত লাল-হলুদ সমর্থকদের
কোচের সঙ্গে ঝামেলার জেরে আগেই বিদেয় করা হয়েছিল ক্লেইটন সিলভাকে। এবার বিদায় দেওয়া হল এই তিনজনকেও। ক্লাবের তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'ক্লাব হেক্টর ইউস্তে, রিচার্ড সেলিস এবং রাফায়েল মেসি বাউলিকে তাঁদের পরিষেবার জন্য ধন্যবাদ জানাচ্ছে। তাঁদেরকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।'