East Bengal FC News: দলবদলের বাজারে বিরাট চমক দিতে চলেছে লাল-হলুদ শিবির। সৌদি আরবের লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিরুদ্ধে খেলা তারকা ফুটবলারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal Club)। মরক্কোর তারকা ফরোয়ার্ড সৌদি প্রো-লিগ (Saudi Pro-League) কাঁপাচ্ছেন। তাঁকে আনার চেষ্টা করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। যদি তাঁর সঙ্গে চুক্তি হয় তাহলে পরের মরশুমে আরও শক্তিশালী হবে ইস্টবেঙ্গলের (East Bengal) আক্রমণভাগ। তাঁকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল।
মরক্কোর ৩৪ বছরের স্ট্রাইকার মুরাদ বাটনা (Mourad Batna) বর্তমানে খেলেন রোশন সৌদি প্রো-লিগের আল-ফাতেহ (Al-Fateh) ক্লাবে। সেখানে খেলেন রাইট উইং পজিশনে। তাঁর চোরাগতি বার বার বিপক্ষের ডিফেন্ডারদের বিপদে ফেলেছে। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে আক্রমণ তৈরি করতে এবং গোল করতে ও করাতে সিদ্ধহস্ত বাটনা। এই মরশুমে মোট ২৭টি ম্যাচে গোল করেছেন ১২টি। এছাড়াও ৬টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। দীর্ঘাদেহী এই উইঙ্গার নামী দলের তারকা ডিফেন্ডারদের বার বার নাকানিচোবানি খাইয়েছেন এই মরশুমে।
আরও পড়ুন দলবদলের বাজারে বিরাট চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে আসছেন দুর্ধর্ষ মিডফিল্ডার
মরক্কোর জাতীয় দলের জার্সিতে ৪টি ম্যাচ খেলেছেন বাটনা। এই মুহূর্তে তাঁর বাজারদর ভারতীয় মুদ্রায় ৪.৮ কোটি টাকা। যেহেতু কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছিলেন, এবার অর্থ কোনও সমস্যা হবে না দল গঠনের ক্ষেত্রে। সেক্ষেত্রে বাটনাকে সই করাতে টাকা কোনও সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
এই মরশুমে সৌদি প্রো-লিগে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন বাটনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল-নাসেরের বিরুদ্ধে গোলও রয়েছে তাঁর। করিম বেঞ্জিমার ক্লাব আল-ইতিহাদের বিরুদ্ধে গোল অ্যাসিস্ট রয়েছে তাঁর। সৌদির অন্যতম সেরা ক্লাব আল-হিলালের বিরুদ্ধেও গোল করেছেন তিনি। কেরিয়ারে মরক্কো এবং সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাবের হয়ে ট্রফি জিতেছেন বাটনা। এই মুহূর্তে সৌদি প্রো-লিগে একটি ম্যাচ বাকি তাঁর। তা-ও আবার রোনাল্ডোর ক্লাব আল-নাসেরের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি কেমন খেলেন সেদিকে নজর থাকবে সবার।
আরও পড়ুন লাল-হলুদ সমর্থকদের জন্য বিরাট দুঃসংবাদ! ইস্টবেঙ্গলে আসছেন না তারকা বিদেশি
এই মরশুমে দলগঠনে কোনও কার্পণ্য করতে চাইছেন না লাল-হলুদ কর্তারা। ইতিমধ্যেই প্যালেস্তাইনের মিডফিল্ডারকে সই করিয়েছেন তাঁরা। এরপর বাটনার উপর নজর রয়েছে তাঁদের। এই মুহূর্তে মরক্কোর আরও দুজন ফুটবলার খেলেন ভারতে। আইএসএল-এর (ISL) ক্লাব নর্থইস্ট ইউনাইটেডে খেলেন আলাদিন আজারায় এবং কেরালা ব্লাস্টার্সে রয়েছেন নোয়া সাদাউই। বাটনাকে সই করাতে পারলে লাল-হলুদ শিবির আরও শক্তিশালী হবে এই মরশুমে।