রাজ্য রাজনীতিতে এবার ময়দানি ফুটবলের ছায়া। বিধানসভা নির্বাচনেও এবার ফুটবল-গন্ধ। সবকিছু ঠিকঠাক থাকলে উত্তরপাড়ায় তৃণমূলের তরফে প্রার্থী হতে চলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে। এমনটাই সূত্রের খবর।
চর্চায় সেই উত্তরপাড়া। যে উত্তরপাড়া থেকেই সাংবাদিক-বিধায়ক প্রবীর ঘোষাল গত নির্বাচনে ঘাস ফুলের টিকিটে জয়ী হয়েছিলেন। তারপরে 'ঝাঁকের কই' হয়ে নাম লিখিয়েছেন বিজেপিতে। সেই উত্তরপাড়াতেই প্রবীর ঘোষালের বিরুদ্ধে টিএমসির টিকিটে প্রার্থী হতে চাইছেন লাল হলুদ জনতার একসময়ের হার্টথ্রব সৌমিক দে।
আরও পড়ুন: মোদির পাশে দাঁড়িয়ে রিহানাকে ধুয়ে দিলেন প্রজ্ঞান ওঝা, জবাব কঙ্গনারও
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে সৌমিককে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানিয়ে দেন, "দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের অনুরাগী। ফুটবল কেরিয়ারের সময় থেকেই ওঁকে আদর্শ করে এগোতাম। এবার দল প্রার্থী করতে চাইলে আমি প্রস্তুত। এখনো যদিও দলের তরফে কোনো প্রস্তাব পাইনি।"
কেন উত্তরপাড়াতেই? সৌমিক বলছিলেন, "প্রবীর ঘোষালের কাজকর্মের বিরুদ্ধে স্থানীয় মানুষের অনেক অভিযোগ রয়েছে। অনেক গাফিলতির কথা শোনা যাচ্ছে। ওঁর ঘনিষ্ঠ ব্যক্তিরাই এমন বলছেন। উত্তরপাড়ার মানুষ আমাকে ভালো চেনেন। তাই উত্তরপাড়াতেই দাঁড়াতে আগ্রহী।"
ওয়াকিবহাল মহলের ধারণা, উত্তরপাড়া কেন্দ্র এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রেস্টিজ ফাইট। কোতরং, উত্তরপাড়া এলাকায় ওপার বাংলা থেকে আসা মানুষরা সংখ্যাগরিষ্ঠ। সেই সমীকরণের কথা মাথায় রেখেই মমতার ফুটবল অঙ্ক। ইস্টবেঙ্গল আবেগকে উস্কানি দিতে সৌমিককেই প্রার্থী করার চিন্তা দলের অন্দরে। ঠিক যে সমীকরণেই হাওড়ায় লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল মোহনবাগান সুপারস্টার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। সৌমিক নিজেই ইন্ডিয়ান এক্সপ্রেস বলছিলেন, "আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক। তাঁরাও আমাকে জানিয়েছে, আমি দাঁড়ালে তারা আমাকেই ভোট দেবেন।"
ফুটবল অস্ত্রে দলত্যাগী বিধায়ককে ঘায়েল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন প্রশ্ন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন