ইনভেস্টর পেয়ে গেল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে সমর্থকদের আশা জাগিয়ে আইএসএলে খেলার প্রস্তুতিও নিয়ে ফেলল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল, ইনভেস্টরের খোঁজে হন্য হয়ে ঘুরছে ইস্টবেঙ্গল। বুধবারই ক্লাবের এক শীর্ষকর্তা জানিয়ে দেন, লাল হলুদ ক্লাবের নতুন ইনভেস্টর সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা শ্রী সিমেন্ট। যদিও চুক্তির পুরোপুরি খোলসা করেননি সেই কর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইস্টবেঙ্গলের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন, "এদিন সন্ধের মধ্যেই আমরা চুক্তি সরকারিভাবে জানিয়ে দিচ্ছি। সমস্ত সমর্থকদের জানাচ্ছি, ভালো খবরের জন্য একটু অপেক্ষা করুন।"
আরও পড়ুন : কুপিয়ে খুন করা হয়েছে রায়নার কাকাকে, পুলিশ-মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ক্রিকেটার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে কনফার্ম করলেন ইস্টবেঙ্গলের ইনভেস্টর পাওয়ার বিষয়টি। তিনি আরো জানান, আইএসএলে খেলার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। তিনি জানান, "সমস্যা মিটে গিয়েছে। এখন ইস্টবেঙ্গল আইএসএল খেলবে।" ক্লাব সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ইনভেস্টর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
কয়েকদিন আগেই আইএসএলের আয়োজক এফডিএসএল কর্তৃপক্ষ দশ দলের নাম প্রকাশ করে বলে, দশ দল নিয়েই আইএসএল খেলা হতে চলেছে। তারপরে ইস্টবেঙ্গলের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে যায়। সেই সময় ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেবব্রত সরকার বলেছিলেন, "এই মরশুমে আইএসএল খেলার জন্য এখনও আমাদের সামনে দরজা খোলা রয়েছে। এর আগে খেলার সম্ভবনা ছিল ৫০ শতাংশ। তবে এই মুহূর্তে স্পনসরদের সঙ্গে আমাদের আলোচনা অনেকটাই এগিয়েছে। এখন আমরা আইএসএলে খেলার ব্যাপারে ৮০ শতাংশ আশাবাদী।"
জানা গিয়েছে ক্লাবের অধিকাংশ শেয়ার অধিগ্রহন করেছে কলকাতার শ্রী সিমেন্ট সংস্থা। এখন ৪ তারিখের মধ্যে এই চুক্তির কথা ঘোষণা করে আইএসএলে খেলার আশা জাগিয়ে রাখতে পারে শতাব্দী প্রাচীন ক্লাবটি। যদি আইএসএলে ইস্টবেঙ্গলকে দেখা যায়, তাহলে নতুন টুর্নামেন্টে প্রথমবারের মত কলকাতা ডার্বি দেখা যাবে।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন