Advertisment

যুব বিশ্বকাপে খেলা ডিফেন্ডারকে নেওয়ার পথে ইস্টবেঙ্গল! কথাবার্তা প্রায় চূড়ান্ত

জিতেন্দ্র সিংকে বড় প্রস্তাব দিল ইস্টবেঙ্গল। বিনিয়োগকারী চূড়ান্ত হওয়ার পরে ফুটবলার বাছাইয়ে গতি এনেছে লাল হলুদ শিবির।

author-image
Subhasish Hazra
New Update
NULL

যুব বিশ্বকাপ খেলেছেন। শহর কলকাতার ছেলে। আন্তর্জাতিক ময়দানে বিশ্বকাপের মঞ্চে আত্মপ্রকাশ করা জিতেন্দ্র সিং বেশ কয়েকবছর ধরেই আইএসএলের উদীয়মান প্রতিভা। গত চার বছর ধরে জামশেদপুর এফসিতে খেলছেন। গত মরশুমে লিগ উইনার্স শিল্ড জেতার নজিরও রয়েছে বাঙালি তারকার। এখনও পর্যন্ত ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন ৩৩ ম্যাচ।

Advertisment

সবকিছু ঠিকঠাক থাকলে জিতেন্দ্র সিং এবার আর পড়শি রাজ্যের ক্লাবে নয়, খেলতে পারেন কলকাতাতেই। ইস্টবেঙ্গল ঠিকানা হতে পারে তাঁর। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে।

এখনও হেড কোচ চূড়ান্ত হয়নি লাল হলুদে। তবে ফুটবলার বাছাইয়ের কাজ হেড কোচের অপেক্ষায় ফেলে রাখতে রাজি নন ক্লাব কর্তারা। বিদেশি বাছাইয়ের পাশাপাশি দেশি ফুটবলার দ্রুত চূড়ান্ত কেউ ফেলতে চাইছে ইস্টবেঙ্গল। কয়েকদিন আগেই ইনভেস্টর সমস্যা মিটেছে ইস্টবেঙ্গলে। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় নতুন বিনিয়োগকারী হিসাবে নবান্ন থেকে ঘোষিত হয়েছে ইমামির নাম। আর ইনভেস্টর চূড়ান্ত হওয়ার পরই ফুটবলার বাছাইয়ে গতি এনেছে লাল হলুদ শিবির।

আরও পড়ুন: সন্তোষের দুর্ধর্ষ কোচ এবার লাল-হলুদের দায়িত্বে! বড় ঘোষণার পথে ইমামির ইস্টবেঙ্গল

এবার আইএসএল এবং কলকাতা লিগ-ডুরান্ডের জন্য পৃথক পৃথক দল গড়ার কাজে হাঁটছে লাল হলুদ শিবির। এমনটাই খবর। তবে জিতেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছে আইএসএল দলের জন্য। জানা যাচ্ছে, জিতেন্দ্রর কাছে ইস্টবেঙ্গল ছাড়াও একাধিক আইএসএল ক্লাবের অফার রয়েছে।

publive-image

জামশেদপুরের হয়ে লিগ উইনার্স ট্রফি হাতে জিতেন্দ্র সিং (ফেসবুক)

ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা অবশ্য অনেকটাই এগিয়েছে জিতেন্দ্রর। অন্যান্য ক্লাবের বদলে ময়দানের প্রিয় জিতু খেলতে চান শতাব্দীপ্রাচীন ক্লাবে। তবে এজেন্টের সঙ্গে প্রস্তাব খতিয়ে দেখছেন তিনি। অফার মনমত হলে কয়েকদিনের মধ্যেই ক্লাবকে 'হ্যাঁ' বলে দেবেন তিনি।

সেক্ষেত্রে ২০১৭-য় যুব বিশ্বকাপ খেলা তারকাকে রক্ষণে জুটি বেঁধে খেলতে দেখা যেতে পারে হীরা মন্ডলের সঙ্গে। দুই তরুণ তুর্কি ইস্টবেঙ্গলের রক্ষণের যে বড় ভরসা হবেন, তা বলাই বাহুল্য।

Eastbengal East Bengal Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment