Advertisment

জিতেও নজর কাড়তে ব্যর্থ ইস্টবেঙ্গল, আপাতত যুগ্মভাবে শীর্ষে

দ্বিতীয়ার্ধে আক্রমণে তেজ বাড়ানোর জন্য ব্রেন্ডন, কোলাডোদের মাঠে নামান লাল-হলুদ কোচ। তবে আর গোল আসেনি। এতেই দুশ্চিন্তা বাড়ছে কোচ আলেহান্দ্রোর।

author-image
IE Bangla Web Desk
New Update
east bengal

গোল করার পরে উচ্ছ্বাস লাল-হলুদ ফুটবলারদের (কোয়েস ইস্টবেঙ্গল এফসি ফেসবুক, ফাইল চিত্র)

আগের ম্যাচে ভবানীপুরের সঙ্গে ড্র। তিন দিন পরে খেলতে নেমে রেনবো এফসি-কে হারিয়ে যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের জয় এদিন ১-০ ফলাফলে। পেনাল্টি থেকে দলের একমাত্র গোল মার্কোস এস্পাদার। বাকি সময়ে কোনও গোল করতে ব্যর্থ আলেহান্দ্রো ব্রিগেড।

Advertisment

এদিনের জয়ে যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এল ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকায় পিয়ারলেসের সঙ্গেই অবস্থান তাদের। তবে স্বস্তির কোনও জায়গা নেই। পিয়ারলেসের তুলনায় এক ম্য়াচ বেশি খেলেছে ইস্টবেঙ্গল। রেনবো বর্তমানে পয়েন্ট তালিকায় ১১নম্বর স্থানে। শেষ দিকে থাকা এমন দলের বিপক্ষে খেলতে নেমেও স্বস্তিতে থাকতে পারেননি আলেহান্দ্রো।

শুরু থেকে জয়ের জন্য খেললেও কাদা মাঠে সমস্যায় পড়েছিলেন রোনাল্ডো, এস্পাদারা। ইস্টবেঙ্গলের আক্রমণ ভালমতোই সামাল দিলেন প্রতিপক্ষ গোলকিপার অঙ্কুর দাস। অন্যদিকে, ফেলিক্স চিডি, অ্যামোবিরাও সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলের জালে বল জড়ানোর। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি রেনবো ফুটবলাররা। ৩৫ মিনিটেই ম্যাচের একমাত্র গোল। রোনাল্ডোকে বক্সের মধ্যে ফাউল করেছিলেন রেনবো ডিফেন্ডার। প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মার্কোস এস্পাদা। এর পরে পিন্টু মাহাতো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। তবে তাঁর আক্রমণ দারুণভাবে প্রতিহত করেন রেনবোর অঙ্কুর।

আরও পড়ুন শীর্ষস্থানের সুযোগ হাতছাড়া, ভবানীপুরের সঙ্গে শোচনীয় ড্র ইস্টবেঙ্গলের

বিরতির আগে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণে তেজ বাড়ানোর জন্য ব্রেন্ডন, কোলাডোদের মাঠে নামান লাল-হলুদ কোচ। তবে আর গোল আসেনি। এতেই দুশ্চিন্তা বাড়ছে কোচ আলেহান্দ্রোর।

পিয়ারলেসের এখনও তিন ম্যাচ খেলা বাকি। তিনটে ম্যাচেই জিতে গেলে চ্যাম্পিয়ন ক্রোমারা। তাই পিয়ারলেসের পয়েন্ট নষ্টের প্রতীক্ষায় ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল: মাওইয়া, আশির আখতার, তনদম্বা (ডিকা), রোনাল্ডো অলিভেইরা, মার্তি ক্রেসপি, হুয়ান মেরা, সামাদ, অভিষেক আম্বেকর, রোহুলপুইয়া, মার্কোস এস্পাদা (কোলাডো), পিন্টু মাহাতো (ব্রেন্ডন)

রেনবো এফসি: অঙ্কুর দাস, রিচার্ড, প্রদীপ পাত্র, শুভঙ্কর কংসবণিক, ছাট্টু মণ্ডল, অভিজিৎ সরকার, সৌরভ রায়, সুরজ মাহাতো (পল্টু দাস), সুজয় দত্ত, কাজিম আমোবি, ফেলিক্স চিডি

East Bengal Kolkata Football
Advertisment