Oscar Bruzon trolled: চলতি সুপার কাপের (Kalinga Super Cup 2025) প্রথম ম্য়াচেই লজ্জার হার স্বীকার করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। রবিবার (২০ এপ্রিল) এই টুর্নামেন্টে শেষ ১৬-র লড়াইয়ে তারা খেলতে নেমেছিল। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে ২-০ গোলে পরাজয়ের পর লাল-হলুদ সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। সরাসরি আক্রমণ করছেন দলের হেড কোচ অস্কার ব্রুজোঁকে (Oscar Bruzon)। তবে শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকরাই নন, মোহনবাগান (Mohun Bagan Super Giants) ফ্যানেরাও অস্কারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন।
অস্কারের বিতর্কিত অঙ্গভঙ্গি
আসলে, ইন্ডিয়ান উওম্য়ান লিগের ফাইনাল দেখতে মাঠে এসেছিলেন অস্কার ব্রুজোঁ। সেইসময় কয়েকজন লাল-হলুদ সমর্থক মোহনবাগান ক্লাবকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিলেন। সমর্থকদের সেই মন্তব্য থামানোর বদলে অস্কার আরও উস্কানি দিচ্ছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশি দেরি হয়নি। আর ভিডিওটি দেখার পর মেরিনার্সরা কার্যত ক্ষোভে ফেটে পড়েছিলেন। চূড়ান্ত অশ্লীলতার কারণে সেই ভিডিওটি আপলোড করা সম্ভব হল না।
East Bengal Super Cup exit: লজ্জার আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের
সুপার কাপে ইস্টবেঙ্গলের এই লজ্জার পরাজয়ের পর মোহনবাগান সমর্থকরা কার্যত ধুয়ে দিচ্ছেন অস্কারকে। তাঁরা একবাক্যে স্বীকার করছেন, অস্কারের পাপের শাস্তি পাচ্ছে ইস্টবেঙ্গল। তাঁদের দাবি, অন্য দলকে অপমান না করলে ইস্টবেঙ্গল হয়ত নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করতে পারত। কিন্তু, শেষপর্যন্ত সেটা আর হয়নি। সবুজ-মেরুন সমর্থকদের কাছে আরও বড় হতাশা হল যে তারা ভেবেছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হয়ত কলকাতা ডার্বি ম্য়াচ দেখতে পাওয়া যাবে। কিন্তু, সেটাও আপাতত হচ্ছে না। আগামী ২৬ এপ্রিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে।
Oscar Bruzon East Bengal: 'এই হারের দায় আমার...', ইস্টবেঙ্গল বিদায়ে 'লজ্জিত' অস্কার
রবিবাসরীয় ম্য়াচের প্রথমার্ধে জেসাস জিমিনেজের গোল লিড এনে দেয় কেরালা ব্লাস্টার্স এফসি'কে। পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। ম্য়াচের দ্বিতীয়ার্ধে (৬৪ মিনিটে) নোয়াহ সাদাউইয়ের গোল লাল-হলুদ ব্রিগেডের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। এই হার লাল-হলুদ ব্রিগেডকে যে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেবে, তা বলা যেতেই পারে।