East Bengal Transfer update: বাঘের মতো ফিরবে ইস্টবেঙ্গল, মরোক্কান 'গোলমেশিন' আসছে লাল-হলুদে

East Bengal New Footballer: এবার এক ময়দান কাঁপানো দলবদলের খবর সামনে এসেছে ইস্টবেঙ্গলের। এই ট্রান্সফার আপডেট প্রকাশ্যে আসতেই খুশিতে লাফাচ্ছেন লাল-হলুদ সমর্থকরা।

East Bengal New Footballer: এবার এক ময়দান কাঁপানো দলবদলের খবর সামনে এসেছে ইস্টবেঙ্গলের। এই ট্রান্সফার আপডেট প্রকাশ্যে আসতেই খুশিতে লাফাচ্ছেন লাল-হলুদ সমর্থকরা।

author-image
Subhamay Mandal
New Update
East Bengal Transfer News: মরোক্কান গোলমেশিন হামিদ আহদাদকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

East Bengal Transfer News: মরোক্কান গোলমেশিন হামিদ আহদাদকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

East Bengal FC Transfer News: দলবদলের বাজারে সেরার সেরা চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। শতাব্দী প্রাচীন ক্লাব এই মরশুমে ঘর গোছানোর ক্ষেত্রে একের পর এক ক্লাবকে টেক্কা দিয়েই চলেছে। সবাইকে টেক্কা দিয়ে বাঘা বাঘা ফুটবলারকে ঘরে তুলছে লাল-হলুদ শিবির। এবার এক ময়দান কাঁপানো দলবদলের খবর সামনে এসেছে ইস্টবেঙ্গলের (East Bengal FC)। এই ট্রান্সফার আপডেট (East Bengal Transfer Update) প্রকাশ্যে আসতেই খুশিতে লাফাচ্ছেন লাল-হলুদ সমর্থকরা।

Advertisment

ইতিমধ্যেই দুই তারকা বিদেশিকে সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা এবং প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ খুব শীঘ্রই দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। এই মরশুমে সেরার সেরা আক্রমণ ভাগ সাজাচ্ছে ইস্টবেঙ্গল। আর সেই লক্ষ্যে অন্য মাত্রা যোগ করতে পারে এই ট্রান্সফার আপডেট। এবার যে তারকাকে নিতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল, তাঁকে সই করাতে পারলে আক্রমণভাগে অপ্রতিরোধ্য হয়ে উঠবে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন মোহনবাগানের মুখের গ্রাস কাড়ল ইস্টবেঙ্গল, মেসির দেশের ফুটবলার এবার লাল-হলুদে

জানা যাচ্ছে, মরোক্কান গোলমেশিন হামিদ আহদাদকে (Hamid Ahadad) নিতে চলেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে ইস্টবেঙ্গলের। খোদ মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফা এই ফুটবলারের ভূয়সী তারিফ করেছেন। 

Advertisment

৩০ বছরের হামিদ এখন খেলেন মরক্কোর অন্যতম প্রাচীন ক্লাব এমএএস ফেস বা মাঘ্রিব ফেজ ক্লাবে। লম্বা চেহারার এই ফুটবলার মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলেন। প্রয়োজনে লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। তাঁর ঝুলিতে মিশরের লিগ খেতাব, মরক্কোর লিগ চ্যাম্পিয়নশিপ, আফ্রিকান কনফেডারেশন কাপ রয়েছে।

আরও পড়ুন ভাঙল ইস্টবেঙ্গলের সুখের সংসার, লাল-হলুদের 'বাঘা' ফুটবলার যোগ দিলেন মোহনবাগানে!

গত মরশুমে মাঘ্রিবের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন হামিদ। গোল করেছেন ৩টি এবং করিয়েছেন ৩টি। এই মুহূর্তে তাঁর মার্কেট ভ্যালু ৪ কোটি টাকা। টাকার অঙ্ক একটু বেশি হলেও খরচ করতে পিছপা হচ্ছে না ইস্টবেঙ্গল কর্তারা। এই মরশুমে শক্তিশালী দল গঠন করতে সবরকম টাকা খরচ করতে চায় ইস্টবেঙ্গল। 

শোনা যাচ্ছে, দিয়ামান্তাকোসের পাশে তাঁকে সেন্টার ফরোয়ার্ড হিসাবে খেলানোর কথা ভাবছে লাল-হলুদ শিবির। গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে আইএসএলে দুরন্ত কামব্যাক করতে হলে তুখোড় ফুটবলার চাই আক্রমণভাগে। তাই টাকা খরচ করতে কোনও কার্পণ্য করতে চাইছে না লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন দেখার হামিদকে শেষপর্যন্ত দলে আনতে পারে কি না ইস্টবেঙ্গল। এই দলবদল সত্যি হলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন মাঝমাঠে ঝড় তুলতে ওস্তাদ, ISL কাঁপানো 'বাঘা' ফুটবলারকে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল

East Bengal East Bengal FC East Bengal Transfer Update