East Bengal New Footballer: মোহনবাগানের মুখের গ্রাস কাড়ল ইস্টবেঙ্গল, মেসির দেশের ফুটবলার এবার লাল-হলুদে

East Bengal Transfer Update: চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিল লাল-হলুদ শিবির। মোহনবাগানকে নাস্তাবাবুদ করে দলবদলের খেলায় বাজিমাত শতাব্দী প্রাচীন ক্লাবের।

East Bengal Transfer Update: চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিল লাল-হলুদ শিবির। মোহনবাগানকে নাস্তাবাবুদ করে দলবদলের খেলায় বাজিমাত শতাব্দী প্রাচীন ক্লাবের।

author-image
Subhamay Mandal
New Update
East Bengal Transfer News: মেসির দেশের তারকা ফুটবলারকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড

East Bengal Transfer News: মেসির দেশের তারকা ফুটবলারকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড

East Bengal FC Transfer News: দলবদলের বাজারে সেরার সেরা চমক ইস্টবেঙ্গলের (East Bengal)। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের (Mohun Bagan Super Giant) মুখের গ্রাস কেড়ে নিল লাল-হলুদ শিবির। মোহনবাগানকে নাস্তাবাবুদ করে দলবদলের খেলায় বাজিমাত শতাব্দী প্রাচীন ক্লাবের। এবার দুর্ধর্ষ এক বিদেশি তারকা ইস্টবেঙ্গলের (East Bengal FC) পথে। যা জানা যাচ্ছে, লিওনেল মেসির (Lionel Messi) দেশের ওই ফুটবলারকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। এই দলবদল (East Bengal Transfer Update) শেষপর্যন্ত সফল হলে ভারতীয় ফুটবলে আলোড়ণ ফেলে দেবে ইস্টবেঙ্গল। খুশির বাঁধ ভাঙবে কোটি কোটি লাল-হলুদ জনতার।

Advertisment

সূত্রের খবর, মোহনবাগানকে ড্রিবল করে কার্যত দলবদলে শেষ হাসি হাসতে চলেছে ইস্টবেঙ্গল। গত মরশুমে মাঠের লড়াইয়ে আইএসএলে মোহনবাগানের কাছে খালি হাতেই ফিরতে হয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু মাঠের ডার্বির বদলা ট্রান্সফার মার্কেটের লড়াইয়ে নিয়ে নিল ইস্টবেঙ্গল। একটা সময় এই ফুটবলারকে নিতে ঝাঁপিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারকা ডিফেন্ডার টম অলড্রেডের জায়গায় তাঁকে নেওয়ার কথা ভেবেছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। কিন্তু মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিয়ে ওই তারকা ডিফেন্ডারকে তুলে নিল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন 'দুঃখের কথা একটাই...', দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গলের সাফল্য প্রত্যাশী সন্দীপ নন্দী

Advertisment

জানা গিয়েছে, লিও মেসির দেশের ওই ফুটবলারের নাম কেভিন সিবিয়ে (Kevin Sibille)। আর্জেন্টাইন এই সেন্টার ব্যাক পজিশনে খেলেন। খেলেছেন রিভারপ্লেটে। পরে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো বালিয়ারেসেও খেলেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে কলকাতার অত্যন্ত জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে। দ্রুতই তিনি সই করতে চলেছেন শতাব্দী প্রাচীন ক্লাবে। তাঁকে নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করছে ইস্টবেঙ্গল। শীঘ্রই তাঁকে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে।

কে এই কেভিন সিবিয়ে?

গত মরশুমে স্পেনের ক্লাব পনফেরাদিনাতে খেলেছেন ২৬ বছরের এই ডিফেন্ডার। ২৭টি ম্যাচ খেলে ৩টি গোলও করেছেন। উঠে গিয়ে গোল করতে পারদর্শী সিবিয়ে। স্পেনের ক্লাবের সঙ্গে ৩০ জুন তাঁর চুক্তি শেষ হচ্ছে। এই মুহূর্তে তাঁর মার্কেট ভ্যালু ৩.২ কোটি টাকা। সিবিয়েকে দলে নিতে পারলে দলবদলের বাজারে সবচেয়ে দামি ফুটবলারকে দেখা যাবে ইস্টবেঙ্গলে। সিবিয়ে দলে এলে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ চিনের প্রাচীরের মতো দুর্ভেদ্য হয়ে যাবে বলে মনে করছেন লাল-হলুদ সমর্থকরা।

 

Kevin Sibille Transfer Update: লিওনেল মেসির দেশের ফুটবলার কেভিন সিবিয়েকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড
Kevin Sibille Transfer Update: লিওনেল মেসির দেশের ফুটবলার কেভিন সিবিয়েকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড

 

আরও পড়ুন কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে ইস্টবেঙ্গল, বাদের খাতায় তারকা ফুটবলার

ইতিমধ্যেই ব্রাজিলের মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা এবং প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ সই করেছেন ইস্টবেঙ্গলে। মরোক্কান গোলমেশিন হামিদ আহদাদও প্রায় পাকা। হামিদের প্রশংসায় পঞ্চমুখ মোহনবাগানের মরোক্কান কোচ করিম বেঞ্চারিফাও। সব ঠিক থাকলে, এই মরশুমে এঁদের সঙ্গে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে দেখা যাবে সিবিয়েকেও।

East Bengal Lionel Messi East Bengal FC Mohun Bagan Super Giant East Bengal Transfer Update