/indian-express-bangla/media/media_files/2025/07/10/ramsanga-east-bengal-joining-2025-07-10-21-29-29.jpg)
Ramsanga East Bengal Joining: মিজোরামের এই ফুটবলারকে ৩ বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল
East Bengal FC Transfer Update: সমস্ত জল্পনার অবসান! ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দিলেন তারকা ফুটবলার। দলবদলের বাজারে বিরাট চমক দিয়ে রিয়াল কাশ্মীরের দুর্ধর্ষ ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal FC)। বুধবারই রাজস্থান ইউনাইটেডের তারকা সেন্টার ব্যাক মার্তন্ড রায়নাকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। লক্ষ্মীবারে আরও এক ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, তিন বছরের চুক্তিতেই লাল-হলুদে যোগ দিচ্ছেন রিয়াল কাশ্মীরের ফুটবলার। কে সেই ফুটবলার, আসুন জেনে নেওয়া যাক-
বৃহস্পতিবার বিরাট ঘোষণায় সবাইকে চমকে দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদে যোগ দিলেন রিয়াল কাশ্মীরের ফুটবলার রামসঙ্গা (Ramsanga)। মিজোরামের এই ফুটবলারকে ৩ বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের রিপোর্ট কার্ড যথেষ্ট ভাল। গত মরশুমে আই লিগে রিয়াল কাশ্মীরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন রামসঙ্গা। মূলত বাঁ পায়ের ফুটবলারের ইন্টারসেপশন স্কিল অসাধারণ। মাঝমাঠে শক্তপোক্ত ফুটবলার খুঁজছিলেন লাল-হলুদ কর্তারা। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের আশা, রামসঙ্গা সেই অভাব ভালভাবেই পূরণ করতে পারবেন।
আরও পড়ুন মাঝমাঠের রাজা, যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে! রিয়াল কাশ্মীরের হয়ে কেমন পারফরম্য়ান্স ছিল রামসঙ্গার?
এখনও সেভাবে তারকা ফুটবলার না হয়ে উঠতে পারলেও ইস্টবেঙ্গলের জন্য রামসঙ্গা মূল্যবান সম্পদ হতে পারেন বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। রামসঙ্গা যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ৩১ নম্বর জার্সি পরে খেলবেন রামসঙ্গা। এদিনই অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে রামসঙ্গাকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। এই খবর পাওয়ার পর খুশির বাঁধ ভেঙেছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে।
আরও পড়ুন লাল-হলুদ জার্সি পরতে আর তর সইছে না! রায়নার এক কথাতেই খুশির ঢেউ ইস্টবেঙ্গলে
𝐕𝐢𝐫𝐮𝐚𝐥 𝐖𝐨𝐫𝐥𝐝-এ নতুন পোলার সাথে পরিচয় 🕹️😍#JoyEastBengal#Ramsanga2028pic.twitter.com/XEHoueLpBA
— East Bengal FC (@eastbengal_fc) July 10, 2025
গত মাসে রামসঙ্গা ইস্টবেঙ্গলে (East Bengal Transfer Update) যোগ দিতে পারেন বলে খবর ছড়িয়ে পড়ে। নিজেই রিয়াল কাশ্মীর ছাড়তে চেয়েছিলেন রামসঙ্গা। আই লিগে রিয়াল কাশ্মীরের হয়ে জোড়া গোলের নায়ককে দলে নিতে কথাবার্তা শুরু করেছিল ইস্টবেঙ্গল। রামসঙ্গার যে গুণ সবচেয়ে বেশি ইস্টবেঙ্গল কর্তাদের মনে ধরেছিল সেটা হল মাঝমাঠে শক্তি বাড়ানোর পাশাপাশি গোল করার দক্ষতা। আই লিগে তাঁর গোল অ্যাসিস্টও রয়েছে। ফরোয়ার্ড লাইনে গোলের ঠিকানা লেখা পাস বাড়ানোর ক্ষমতা দেখেই রামসঙ্গাকে নেওয়ার জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। এবার সেই দলবদল বাস্তবে রূপায়িত হল। আগামী তিন বছরের জন্য লাল-হলুদ জার্সিতে দেখা যাবে মিজোরামের এই ফুটবলারকে।