New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/10/martand-raina-east-bengal-fc-2025-07-10-20-29-24.jpg)
Martand Raina East Bengal FC: লাল-হলুদকে আবার ভারতীয় ফুটবলের সিংহাসনে বসাতে আসছেন মার্তন্ড রায়না
East Bengal Martand Raina: ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির পরই লাল-হলুদ জনতার জন্য বিশেষ বার্তা দিয়েছেন মার্তন্ড। ইস্টবেঙ্গল একটি ভিডিও পোস্ট করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
Martand Raina East Bengal FC: লাল-হলুদকে আবার ভারতীয় ফুটবলের সিংহাসনে বসাতে আসছেন মার্তন্ড রায়না
East Bengal FC Martand Raina Update: অপেক্ষার অবসান! লাল-হলুদকে আবার ভারতীয় ফুটবলের সিংহাসনে বসাতে আসছে ভারত কাঁপানো ফুটবলার। তাঁকে মাঠে লাল-হলুদ জার্সিতে দেখতে তর সইছে না ইস্টবেঙ্গল সমর্থকদের (East Bengal)। অপেক্ষার আর কিছুদিন। তার পরই ময়দানের লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে তাঁকে দেখতে পাবেন লাল-হলুদ জনতা। সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal FC) নয়া তারকাও। কে সেই তারকা ফুটবলার? যার জন্য অধীর অপেক্ষায় ইস্টবেঙ্গলের লাখ-লাখ সমর্থক! আসুন জেনে নেওয়া যাক।
আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের তারকা ডিফেন্ডার মার্তন্ড রায়নাকে (Martand Raina) সই করিয়েছে ইস্টবেঙ্গল। আগামী তিন বছরের জন্য চুক্তি হয়েছে মার্তন্ডের সঙ্গে। আগামী তিন মরশুম লাল-হলুদ জার্সিতে ইস্টবেঙ্গল ডিফেন্সকে দুর্ভেদ্য করবেন এই ভারতীয় ফুটবলার। জানা গিয়েছে, ১৬ নম্বর জার্সি পরে মাঠ কাঁপাবেন রায়না। ২০২৪-২৫ মরশুমে আই লিগে দুর্দান্ত পারফরম্যান্সই মনে ধরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। মরশুম শেষ হওয়ার পরই তাঁর সঙ্গে কথাবার্তা শুরু হয় লাল-হলুদ কর্তাদের। তাঁদের আশা, ইস্টবেঙ্গলের ডিফেন্সকে আরও শক্তিশালী করবেন মার্তন্ড।
আই লিগে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন ২৪ বছরের এই সেন্টার ব্যাক। রাজস্থান ইউনাইটেডের হয়ে ২১ ম্যাচ খেলে করেছিলেন ৪টি গোল। আই লিগে গত মরশুমে সেন্টার ব্যাক হিসাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। রক্ষণের পাশাপাশি উপরে উঠে গোল করতেও ওস্তাদ। রাজস্থানের প্রথম ফুটবলার হিসাবে আইএসএলের ক্লাবে খেলবেন মার্তন্ড। তাঁর দলবদল নিয়ে রাজস্থান ইউনাইটেডের চেয়ারম্যান কে কে টাক বলেছেন, 'এটা কোনও সাধারণ দলবদল নয়, রাজস্থানের ফুটবল বিপ্লবের সূচনা।'
আরও পড়ুন চরম সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, আনন্দে নাচছেন লাল-হলুদ সমর্থকরা
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির পরই লাল-হলুদ জনতার জন্য বিশেষ বার্তা দিয়েছেন মার্তন্ড। ইস্টবেঙ্গল একটি ভিডিও পোস্ট করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে মার্তন্ড বলছেন, 'প্রিয় আমাগো ফ্যানরা, আমি মার্তন্ড রায়না। তোমাদের নয়া লাল-হলুদ। কলকাতায় তোমাদের সঙ্গে দেখা করতে আর তর সইছে না। শীঘ্রই দেখা হবে, জয় ইস্টবেঙ্গল! ইস্টবেঙ্গল সমর্থকরা মার্তন্ডের এই বিশেষ বার্তায় আনন্দে আত্মহারা। মার্তন্ডকে লাল-হলুদ জার্সিতে দেখতে তাদেরও তর সইছে না আর!
𝐇𝐄𝐑𝐄 𝐓𝐎 𝐁𝐎𝐋𝐒𝐓𝐄𝐑 𝐎𝐔𝐑 𝐁𝐀𝐂𝐊𝐋𝐈𝐍𝐄 🧱 Martand Raina joins us from Rajasthan United FC on a three-year contract. ✍️ #JoyEastBengal #Martand2028
Posted by East Bengal FC on Wednesday, July 9, 2025
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর মার্তন্ড রায়না বলেছেন, 'এই ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যিই সম্মানিত। ইস্টবেঙ্গল ক্লাবের সমৃদ্ধ ইতিহাস এবং অনুগত সমর্থকরা আমাকে অনুপ্রাণিত করবে। বাংলা ফুটবলে আমি একেবারে নতুন নই। ইতিপূর্বে অ্যাডামাস ইউনাইটেডের হয়ে খেলে গিয়েছি। তবে এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ। আশা করছি, আগামীদিনে ইস্টবেঙ্গল এফসি'র সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারব। নিজের পারফরম্য়ান্সের দৌলতে গর্বিত করতে পারব সমর্থকদের।'