/indian-express-bangla/media/media_files/2025/06/16/27gD0L32RaRA6KEjstG7.jpg)
East Bengal transfer news: এই দলবদল শেষপর্যন্ত সত্যি হলে নতুন মরশুম শুরুর আগেই ধাক্কা খাবে ইস্টবেঙ্গল
East Bengal FC: নতুন মরশুমের জন্য ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। আগামী মরশুমের জন্য তারা শক্তিশালী দল গড়তে চাইছে। আর সেকারণেই তারা পঞ্জাব এফসি-র ফুটবলার অভিষেক টেকচাম সিংয়ের (Abhishek Tekcham Singh) দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু, আপাতত শোনা যাচ্ছে যে অভিষেককে হয়ত সই করাচ্ছে না মশালবাহিনী।
ময়দান সূত্রের খবর, ইস্টবেঙ্গলের পাশাপাশি অভিষেকের জন্য যথেষ্ট আগ্রহী ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং এফসি গোয়া (FC Goa)। এমনকী, এও শোনা গিয়েছিল যে এফসি গোয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজ নাকি অভিষেককে সরাসরি দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, তিনটে দলের আলোচনা আপাতত একটা জায়গাতেই থমকে রয়েছে। আর সেটা হল অভিষেকের জন্য আকাশছোঁয়া ট্রান্সফার ফি হাঁকছে পঞ্জাব এফসি।
ট্রান্সফার ফি'ই আসল গেরো?
সূত্রের খবর, অভিষেক টেকচাম সিংয়ের জন্য পঞ্জাব এফসি প্রায় ২ কোটি টাকার ট্রান্সফার ফি চেয়েছে। আর এই টাকার অঙ্ক শুনেই ইস্টবেঙ্গল এফসি বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টও নিয়েছে ধীরে চলো নীতি। এই পরিস্থিতিতে অভিষেক আগামী মরশুমের আইএসএল টুর্নামেন্টে কোন দলের জার্সিতে মাঠে নামবেন, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র সাফল্যের ঝুলি একেবারেই শূন্য। খেতাব জয় তো অনেক দুরের কথা, সামান্য সুপার সিক্সের যোগ্যতাই তারা অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে ম্যানেজমেন্টের উপর লাল-হলুদ সমর্থকদের ক্ষোভ যে ক্রমশ বাড়ছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আপাতত ইস্টবেঙ্গল এফসি-র সামনে সাফল্য ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই। উল্টে কাটা ঘায়ে আবার নুনের ছিটে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে তারা ২ বার আইএসএল খেতাব জয় করে ফেলেছে। সবমিলিয়ে মশাল বাহিনীর আগুন যে আপাতত ঠাণ্ডা হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে।