/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/imgonline-com-ua-twotoone-0Xz7zsnu2D_copy_759x422.jpg)
সবকিছু ঠিকঠাক থাকলে লিভারপুল কিংবদন্তি রবি ফাউলার হয়ত কোচ হচ্ছেন ইস্টবেঙ্গলের। সরকারিভাবে ঘোষণা না করলেও এমনই খবর সূত্রের। রবিবারই সরকারিভাবে আইএসএলে অন্তর্ভুক্তি ঘটেছে ইস্টবেঙ্গলের। সেদিনই এল কোচ নিয়ে বড়সড় আপডেট। জানা গিয়েছে, সপ্তাহ তিনেক আগেই ফাউলারকে কোচ করে আনার বিষয় পাকা হয়ে যায় লাল হলুদ শিবিরে।
কোচ হিসেবে রবি ফাউলার শেষবার অস্ট্রেলিয়ান লিগের ব্রিসবেন রোরসের দায়িত্বে ছিলেন। ব্রিটিশ কোচের তত্ত্বাবধানে ব্রিসবেন ২৬ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্ৰহ করে লিগ পর্বে চতুর্থ স্থান অর্জন করেছিল। লিগের ফাইনালসেও প্রতিদ্বন্দ্বিতা করে।
আরো পড়ুন অবশেষে সরকারিভাবে আইএসএল সংসারে ইস্টবেঙ্গল, সমর্থকদের বিশেষ বার্তা নীতা আম্বানির
কেরিয়ারের শেষ দিকে থাইল্যান্ডের শীর্ষ ডিভিশনের ক্লাব মুয়ানথং ইউনাইটেডের হয়ে খেলতেন। সেই ক্লাবেরই দায়িত্ব নিয়ে কোচিং কেরিয়ার শুরু করেন তিনি। প্লেয়ার-ম্যানেজার হিসাবে দলকে তিন নম্বরে ফিনিশ করতে সাহায্য করেন।
সেই মরশুমের পর বহুদিন ফাউলারকে কোচের হটসিটে দেখা যায়নি। শেষ মরশুমে ব্রিসবেনের দায়িত্ব নেওয়া অবধি।
লিভারপুলে ফাউলারের ফুটবল কেরিয়ার বর্ণময়। রেডসদের যুব দল থেকে উঠে আসা ফাউলার সিনিয়র দলে অভিষেক ঘটান ১৯৯৩ সালে। ২০০১ পর্যন্ত খেলেন লিভারপুলেই। তারপরে লিডস ইউনাইটেডে যোগ দেন। দুই মরশুম লিডসে কাটানোর পর শেষ পর্যন্ত সই করেন ম্যান সিটিতে।
২০০৬ সালে শেষবারের মত ফিরে আসেন লিভারপুলে। খেলেন আরো দুই মরশুম। লিভারপুলের জার্সিতে ১৮৩ গোল করা ফাউলার ক্লাবের সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগে করেছেন ১৬৩টি গোল। ইপিএলে সর্বাধিক গোলদাতাদের তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে।
আইএসএলে ইস্টবেঙ্গলকে ফাউলার প্রথম মরশুমেই সাফল্যের মুখ দেখাতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন